শিরোনাম
◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫ ◈ ঐকমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে: প্রেস সচিব ◈ রাজনৈতিক কর্মসূচিতে ফের গরম হচ্ছে রাজপথ

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০১৮, ১১:৫৫ দুপুর
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০১৮, ১১:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিইসির বক্তব্য সরকারি দলের বক্তব্যের অংশ

ইনকিলাব : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমদ বলেছেন, প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য যেটা, সেটাই সরকারি দলের বক্তব্যের অংশ। বিএনপি ক্ষমতায় আসলে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে এক ঘন্টার মধ্যে এলাকা ছাড়া হুমকি প্রসঙ্গে মওদুদ বলেন, এ ধরণের কথা আমি বলিনি। এটা ডাহা মিথ্যা কথা। আমি সংঘাত এড়াতে চাই।

ব্যারিস্টার মওদুদ বলেন, আমার এলাকায় গ্রেফতার অব্যাহত চলছে। এলাকায় দিন দিন অবনতি ঘটছে। ৬টি মামলায় (গায়েবি মামলা) উল্লেখ করে আমাদের নেতাকর্মীদেরকে জড়ানো হচ্ছে। মিথ্যা মামলা দিয়ে বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে জেল হাজতে প্রেরণ করছে, কেউ কেউ পালিয়ে বেড়াচ্ছে। গত ৩/৪টি রাত আমার বাড়ির চারপাশে বোমা মারা হচ্ছে, ফাঁকা গুলি ছোঁড়া হচ্ছে, পুরো এলাকায় আতঙ্কিত মানুষ রাতে ঘুমাতে পারছে না। আমি একজন প্রার্থী, আমার নিরাপত্তা পর্যন্ত নেই, জনগণের নিরাপত্তা কিভাবে থাকবে। সরকার সারা দেশে নির্বাচনী পরিবেশ সম্পূর্ণ নষ্ট করে দিয়েছে। আমি যেখানে যাচ্ছি, সেখানে হাজার হাজার লোক ধানের শীষের সমর্থনে জড়ো হচ্ছে। অথচ সরকারি দলের নেতারা বলছেন, আমার সভা, সমাবেশে নাকি লোকজন হয় না।

নির্বাচন কমিশন প্রসঙ্গে মওদুদ বলেন, এ নির্বাচন কমিশন একেবারে অর্থহীন। তাদের ভূমিকা নেই। তারা সরকারের নিয়ন্ত্রনে কাজ করছে। গত শুক্রবার গভীর রাতে বসুরহাট পৌরসভার সাবেক মেয়র ও বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি কামাল উদ্দিন চৌধুরীকে যৌথ বাহিনী গ্রেফতার করে। তিনি শনিবার সকালে কোম্পানীগঞ্জ থানায় কামাল চৌধুরীর সাথে দেখা করার পর সাংবাদিকদের এসব কথা বলেন। এরপর তিনি উপজেলার মুছাপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী আবদুল হাই সেলিম, সাধারণ সম্পাদক নুরুল আলম সিকদার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ মো. শাহজাহান, সাধারণ সম্পাদক আজিজুল হক মেম্বার প্রমূখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়