শিরোনাম
◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০১৮, ০৭:৪৮ সকাল
আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৮, ০৭:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাইবান্ধার ডিসিসহ ৬ কর্মকর্তা প্রত্যাহারের নির্দেশ ইসির

আমাদের সময় : খুলনা মহানগর পুলিশ (কেএমপি) কমিশনার মো. হুমায়ুন কবিরকে বদলি করে পুলিশ সদর দপ্তরের ডিআইজি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে গতকাল এ আদেশ জারি করা হয়। তার স্থলে কাউকে গতকাল পর্যন্ত পদায়ন করা হয়নি।

এছাড়া গাইবান্ধার জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তা সেবাস্তিন রেমাসহ অপর ৫ কর্মকর্তাকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ওই ৫ কর্মকর্তার মধ্যে ফরিদপুরের সহকারী রিটার্নিং কর্মকর্তা এডিসি সাইফুল ইসলাম, রমনা থানার ওসি কাজী মাইনুল হোসেন, ঠাকুরগাঁও সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান ও নোয়াখালীর সোনাইমুড়ি থানার ওসি আবদুল মজিদ, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার ওসি নবীর হোসেন রয়েছেন। নির্বাচন কমিশন গতকাল বিকালে তাদের প্রত্যাহারের নির্দেশ দেয়।

নির্বাচন কমিশন সূত্র জানায়, একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে খুলনার পুলিশ কমিশনার হুমায়ুন কবীরের বিরুদ্ধে বিতর্কিত কর্মকা-ের অভিযোগ আসায় চলতি মাসে তাকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় ইসি। বিএনপি ও ঐক্যফ্রন্টের ইসিতে অভিযোগ তালিকায় ওই কর্মকর্তার নাম ছিল। খুলনা সিটি করপোরেশন নির্বাচনে তার ভূমিকা নিয়ে বিরূপ প্রতিবেদন পড়ে।

জানা গেছে, মির্জা আব্বাসের ওপর হামলার ঘটনায় রমনার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), মির্জা ফখরুলের ওপর হামলার কারণে ঠাকুরগাঁওয়ের ওসি আর ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের ওপর হামলার ঘটনার সোনাইমুড়ি থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। ওসি প্রত্যাহারে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আর ডিসি ও এডিসিকে প্রত্যাহারে জনপ্রশাসন মন্ত্রণলায়কে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়