শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০১৮, ০৭:৪৮ সকাল
আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৮, ০৭:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাইবান্ধার ডিসিসহ ৬ কর্মকর্তা প্রত্যাহারের নির্দেশ ইসির

আমাদের সময় : খুলনা মহানগর পুলিশ (কেএমপি) কমিশনার মো. হুমায়ুন কবিরকে বদলি করে পুলিশ সদর দপ্তরের ডিআইজি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে গতকাল এ আদেশ জারি করা হয়। তার স্থলে কাউকে গতকাল পর্যন্ত পদায়ন করা হয়নি।

এছাড়া গাইবান্ধার জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তা সেবাস্তিন রেমাসহ অপর ৫ কর্মকর্তাকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ওই ৫ কর্মকর্তার মধ্যে ফরিদপুরের সহকারী রিটার্নিং কর্মকর্তা এডিসি সাইফুল ইসলাম, রমনা থানার ওসি কাজী মাইনুল হোসেন, ঠাকুরগাঁও সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান ও নোয়াখালীর সোনাইমুড়ি থানার ওসি আবদুল মজিদ, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার ওসি নবীর হোসেন রয়েছেন। নির্বাচন কমিশন গতকাল বিকালে তাদের প্রত্যাহারের নির্দেশ দেয়।

নির্বাচন কমিশন সূত্র জানায়, একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে খুলনার পুলিশ কমিশনার হুমায়ুন কবীরের বিরুদ্ধে বিতর্কিত কর্মকা-ের অভিযোগ আসায় চলতি মাসে তাকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় ইসি। বিএনপি ও ঐক্যফ্রন্টের ইসিতে অভিযোগ তালিকায় ওই কর্মকর্তার নাম ছিল। খুলনা সিটি করপোরেশন নির্বাচনে তার ভূমিকা নিয়ে বিরূপ প্রতিবেদন পড়ে।

জানা গেছে, মির্জা আব্বাসের ওপর হামলার ঘটনায় রমনার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), মির্জা ফখরুলের ওপর হামলার কারণে ঠাকুরগাঁওয়ের ওসি আর ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের ওপর হামলার ঘটনার সোনাইমুড়ি থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। ওসি প্রত্যাহারে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আর ডিসি ও এডিসিকে প্রত্যাহারে জনপ্রশাসন মন্ত্রণলায়কে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়