এস এম নূর মোহাম্মদ : জামায়াতে ইসলামী বাংলাদেশের ২২ নেতার প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিট দায়েরের পর সোমবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চে আংশিক শুনানি হয়। পরে মঙ্গলবার পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেন আদালত।
তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী রিটটি দায়ের করেন। এর আগে জামায়াতের নিবন্ধন বাতিলের রিট আবেদনেও ছিলেন এই ব্যক্তি। জামায়াতে ইসলামীর নিবন্ধন নেই। নিবন্ধনহীন একটি দলের প্রার্থীরা কীভাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হন- এ যুক্তিতে রিটটি দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী তানিয়া আমীর।
রিটে নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার, জামায়াতের আমীর, সেক্রেটারি জেনারেল ও ২২ প্রার্থীকে বিবাদী করা হয়েছে।