শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০১৮, ০৯:৩৩ সকাল
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০১৮, ০৯:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্নীতি নিয়ন্ত্রণে থাকলে জিডিপি আরো বৃদ্ধি পেত : বি. চৌধুরী

মো. ইউসুফ আলী বাচ্চু : দুর্নীতি নিয়ন্ত্রণে থাকলে জিডিপি আরো বৃদ্ধি পেত এমন কথা উল্লেখ করে যুক্তফ্রন্টের চেয়ারম্যান ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেন, দুর্নীতি থাকলে সরকারের অগ্রগতি খেয়ে ফেলবে। তিনি বলেন, সরকার ব্যবস্থা ও সমাজ ব্যবস্থায় অব্যবস্থাপনা হচ্ছে এটাও দুর্নীতি।

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর রুনি মিলোনায়তনে যুক্তফ্রন্ট আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আগামী নির্বাচনে যুক্তফ্রন্ট ক্ষমতায় এলে দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করার প্রতিশ্রুতি দিয়েছেন সাবেক এই রাষ্ট্রপতি।

তিনি বলেন, নির্বাচনে যুক্তফ্রন্ট যথাযথ প্রতিনিধি পায়নি। খুব স্বল্প সময়ে জোট গঠন করায় এমন পরিস্থিতির তৈরি হয়েছে।তবে আগামী ইউনিয়ন ও উপজেলা নির্বাচনে সারাদেশে যুক্তফ্রন্টের প্রতীক কুলা মার্কায় প্রার্থী দেয়ার ঘোষণা দেন বি. চৌধুরী৷

এ সময় মুক্তিযুদ্ধের কারণ উল্লেখ করে তিনি বলেন, আমরা উন্নয়ন ও গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধ করেছি। বর্তমান প্রেক্ষাপটে আমরা একই ফিরিস্তি নিয়ে কাজ শুরু করেছি। আমাদের মূল্য লক্ষ হবে গণতন্ত্র ও উন্নয়নের ধারা অব্যাহত রাখা। গত ১০ বছরে দেশে আমুল উন্নয়ন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই ধারাকে অব্যাহত রাখতে মহাজোটের সঙ্গে যুক্ত হয়েছি।

সম্প্রতি ড. কামাল কতৃক সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরনের কথা উল্লেখ করে বি. চৌধুরী বলেন, সাংবাদিকদের কথা বলার ক্ষমতা দিতে হবে। খামশ বলে সাংবাদিকদের চুপ করিয়ে দেয়া যাবে না। তাদের অধিকার রয়েছে ন্যায় অন্যায়ের কথা বলার।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে নির্বাচনে সব দলের অংশগ্রহন নিশ্চিত হয়েছে। এখন প্রয়োজন সকল দলকে সমান সুযোগ দিয়ে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা৷

তিনি বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের শতভাগ ক্ষমতা রয়েছে। তারা সঠিকভাবে দায়িত্ব পালন করলে একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব। যদি তা না করে তার জন্য কমিশনকে জবাবদিহি করতে হবে।

স্বাধীনতার শত্রুদের সাথে আমরা হাত মেলাতে পারি না। যাদের কাধে যুদ্ধাপরাধীর দায়ভার রয়েছে তারা আমাদের সকলের শত্রু বলেও মন্তব্য করেন বি. চৌধুরী।

আলোচনা সভায় যুক্তফ্রন্টের শরিক দল এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মুর্তজা বলেন, ড. কামাল বিএনপিতে গিয়ে চক্রান্ত শুরু করেছেন। যাদের কোন অস্তিত্ব নেই তাদের ধানের শীষ প্রতিক দেয়ার পায়তারা করেছে। এবং সফল হয়েচে। এটা বুঝে আমরা বের হয়ে এসেছি।

অন্য বক্তারা বলেন, ঐক্যফ্রন্ট জয়ী হলেকে প্রধানমন্ত্রী হবেন সেটা নিশ্চিত হয়নি। এমন সমস্যার কারণে ভারতের বিগত নির্বাচনে কংগ্রেসের ভড়া ডুবি হয়েছিলো।

সভায় সভাপতিত্ব করেন যুক্তফ্রন্টের সমন্বয়ক সামস আল মামুন। এছাড়া আরো বক্তব্য রাখেন, বিকল্পধারার প্রেসেডিয়াম সদস্য মাজাহারুল হক চৌধুরী৷।

  • সর্বশেষ
  • জনপ্রিয়