শিরোনাম
◈ ইসরায়েল খেললে বিশ্বকাপ ফুটবল বয়কট কর‌বে স্পেন ◈ এ‌শিয়া কা‌পে রা‌তে শ্রীলঙ্কা - আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, লঙ্কান‌দের জয় দেখার অ‌পেক্ষায় বাংলাদেশ  ◈ আওয়মী লীগ বিহীন বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে দিল্লিতে এখন যে সব চিন্তাভাবনা  ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, চেলসিকে হা‌রি‌য়ে বায়ার্ন মিউ‌নি‌খের শুভ সূচনা ◈ কিশোরগঞ্জ সম্মেলনে যাওয়ার জন্য স্থগিতাদেশ উঠিয়ে দিন, না হলে ভিন্ন পথ নেবো, জানালেন ফজলুর রহমান ◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০১৮, ১২:২৬ দুপুর
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৮, ১২:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের বিশ্বকাপের দল ‘প্রায় তৈরি’

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের আগে বাংলাদেশের হাতে আছে আর সাত ওয়ানডে। নিউজিল্যান্ডে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আর আয়ারল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজ। তবে ওই দুই সিরিজে বিশ্বকাপের দল তৈরির বিষয় নেই, বরং তৈরি দল নিয়ে বিশ্বকাপ প্রস্তুতি নিতে হবে।

জিম্বাবুয়ের বিপক্ষে দাপট দেখিয়ে সিরিজ জেতে বাংলাদেশ। এক ম্যাচ হারলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জেতাও হয়েছে অনায়াসেই। তবে দল জেতার চেয়ে আরও বড় প্রাপ্তি আছে বাংলাদেশের।

টপ অর্ডার থেকে প্রত্যাশার চেয়েও বেশি রান পাওয়ায় সেখানে এসেছে সমাধান। সেরা ওপেনার তামিম ইকবালের সঙ্গে ছন্দে ফিরেছেন সৌম্য সরকার। লিটন দাস দেখাচ্ছেন আশা। ব্যাকআপ হিসেবে নিজের সামর্থ্য আর নিবেদন জানিয়ে রেখেছেন ইমরুল কায়েস। পেস অলরাউন্ডারের সংকটের সময়ে মোহাম্মদ সাইফুদ্দিন দিচ্ছেন সুসময়ের ইঙ্গিত। অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ ওয়ানডে সংস্করণে গত কদিনে অবিশ্বাস্য উন্নতি দেখিয়ে পোক্ত করেছেন নিজের জায়গা।

উইন্ডিজকে হারানোর পর বিশ্বকাপের দল নিয়ে ইতিবাচক কথা শোনালেন বাংলাদেশ অধিনায়ক, ‘খুব ভালো কয়েকটি ব্যাপার আছে। মিরাজ এই বছর ধরেই খুব ভালো অবস্থায় আছে। হয়তো যখন টিম ম্যানেজমেন্ট ওকে নিয়েছিল, তখন তারাও এতটা আশা করেনি যে এতটা ভালো করবে। শুধু দেশে না, ওয়েস্ট ইন্ডিজেও ভালো করেছে। আজকেও (গতকাল) ভালো করেছে, জিম্বাবুয়ে সিরিজেও করেছে। সৌম্য মোটামুটি থিতু হচ্ছে। ইমরুল আছে আশেপাশেই।’

বিশ্বকাপে কারা যাচ্ছেন বা যেতে পারেন সব মিলিয়ে তার মোটামুটি একটা ছক তৈরি মাশরাফির মাথায়, ‘১৬-১৭ জনের একটি দল আছে, আমার কাছে মনে হয় ওরা যদি সবাই ফিট থাকে, কোনো দূর্ঘটনা না হয়, তাহলে বেশির ভাগ ক্রিকেটার এখান থেকে যাবে। কোনো ইনজুরি বা ফর্ম একবারেই বাজে না হলে। বিশ্বকাপের আগে আছেই হয়তো আর ৭টি ওয়ানডে। খুব বেশি পরিবর্তনের সুযোগ নেই।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়