শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানকে নস্যাৎ করার সকল প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ রাজনৈতিক দলগুলো ◈ ওসমান হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতের আশ্বাস ◈ ওসমান হাদি সংকটাপন্ন, বাবার জন্য অবুঝ শিশুর আকুতি জাতীয় নিরাপত্তা প্রশ্নে নতুন আলোচনার জন্ম দিল ◈ তফসিল ঘোষণার পর বিএন‌পি ও জামায়াতসহ রাজনৈতিক দলগুলো কী অবস্থায় আছে?  ◈ নভেম্বর মাসে বিএনপি নেতার ওপর হামলার বিচার হলে হয়তো এ ঘটনা ঘটতো না: সালাউদ্দিন  ◈ আইসিইউতে হাদি, অপরদিকে নলছিটিতে তার বাড়িতে চুরি, তদন্তে পুলিশ ◈ প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ২ প্রতিনিধির  বৈঠক চলছে  ◈ বাংলাদেশি নাবিকসহ তেলবাহী জাহাজ আটক করল ইরান ◈ ইউএনওকে গ্রেপ্তারের হুমকি দিয়ে বিপাকে পড়ে ক্ষমা চাইলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা (ভিডিও) ◈ চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব: বাংলাদেশসহ চার দেশে লেভেল–২ ভ্রমণ সতর্কতা জারি সিডিসির

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০১৮, ১১:২৬ দুপুর
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০১৮, ১১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমজাদ হোসেনের সম্মানে চলচ্চিত্রের সব শুটিং স্থগিত

মহিব আল হাসান : দেশীয় চলচ্চিত্রের বরেণ্য নির্মাতা পৃথিবীর মায়া ছেরে পরপারে পাড়ি জমিয়েছেন গতকাল (১৪ ডিসেম্বর) শুক্রবার। তার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গন শোকে কাতার। আর এ জন্য চলচ্চিত্র সমিতি তিন তিনের শোক প্রকাশ করেছে বাংলাদেশ চলচ্চিত্র সমিতি। স্থগিত করা হয়েছে সব চলচ্চিত্রের শুটিংসহ অন্যান্য অনেক কার্যক্রম।

এফডিসিতে চলছিলো নঈম ইমতিয়াজ নেয়ামূল পরিচালিত ‘জ্যাম’ ও মোহাম্মদ আসলাম পরিচালিত 'প্রতিশোধের আগুন' ছবি দুটির শুটিং। কিন্তু আমজাদ হোসেনের মৃত্যুর পর শুটিং বন্ধ রাখা হয়েছে। শিল্পী সমিতির কার্যালয়ে উঠানো হয়েছে কালো পতাকা।

বিষয়টি নিয়ে সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান আমাদের সময় ডট কমকে বলেন, ‘আমজাদ হোসেন আমাদের সমিতির সদস্য নন। কিন্তু তিনি আমাদের পথ প্রদর্শক। তার হাত ধরেই এদেশের অনেক শিল্পী আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছেন। এই গুণীর মৃত্যু আমাদের জন্য বড় ধাক্কা। তাই আমরা তার প্রতি সম্মান জানিয়ে সব কাজ স্থগিত করেছি।’

এদিকে আগামীকাল ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল শিল্পী সমিতি। সেটিও স্থগিত করা হয়েছে বলে জানান জায়েদ খান।

এ বিষয়ে মাসুম বাবুল বলেন, “আমজাদ হোসেন শুধু একজন নির্মাতা বা অভিনেতা নন। তিনি নিজেই একটি প্রতিষ্ঠান। এমন মানুষের চলে যাওয়া আমাদের জন্য অনেক বড় কষ্টের। গতকাল বেলা ৩টার দিকে জানতে পেয়েছিলাম আমজাদ ভাই আমাদের ছেড়ে চলে গেছেন। এই খবর শোনামাত্রই ‘জ্যাম’-এর শুটিং বন্ধ করেছি। ইউনিটের উপস্থিত সবাই স্তব্ধ হয়েছিল। আমি নিজেও কোনো কাজ করতে পারছিলাম না।”

উল্লেখ্য, দেশে প্রাথমিক চিকিৎসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় আমজাদ হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক নেওয়া হয়। গত ২৭শে নভেম্বর মধ্যরাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ব্যাংককে নিয়ে যাওয়া হয়। সেখানে বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে তিনি প্র্যাত নিউরোসার্জন টিরা ট্যাংভিরিয়াপাইবুনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি সেখানে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

প্রথম পরিচালিত চলচ্চিত্র ‘আগুন নিয়ে খেলা’, ছবিটি পরিচালনা করেন ১৯৬৭ সালে। পরিচালক হিসেবে ‘নয়নমনি’ (১৯৭৬), গোলাপী এখন ট্রেনে (১৯৭৮), ভাত দে (১৯৮৪) তাঁর উল্লেখযোগ্য চলচ্চিত্র।

  • সর্বশেষ
  • জনপ্রিয়