শিরোনাম
◈ নিষেধাজ্ঞা শিথিল হতে পারে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র সফরে ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও পাঁচ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ বনানীর আগে বাসে যাত্রী তুললেই মামলা: ডিএমপি কমিশনার ◈ লু’র সফরকে কেন্দ্র করে ওবায়দুল কাদের সাহেবরা অস্থিরতায় ভুগছেন: রিজভী ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ খালেদা জিয়ার বিরুদ্ধে সাবেক বাপেক্স এমডির সাক্ষ্য ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০১৮, ০৩:১০ রাত
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০১৮, ০৩:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিন্টুর কবর জিয়ারত করে মন্টুর প্রচারণা

সাব্বির আহমেদ : বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন পিন্টুর কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করছেন ঢাকা-৭ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের মোস্তফা মহসিন মন্টু। পরে স্বাধীনতা সংগ্রামে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

শুক্রবার বাদ জুমা আজিমপুর পুরাতন কবরস্থানে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এ শ্রদ্ধা জানান। নবনির্মিত মেয়ের মোহাম্মদ হানিফ ধার্মিক মসজিদে জুমার নামাজ আদায় করেন মন্টু। নামাজ আদায় শেষে তিনি মসজিদ থেকে বেরিয়ে এলে নেতাকর্মীরা স্লোগান দিতে শুরু করেন-মন্টু ভাইয়ের সালাম নিন ধানের শীষে ভোট দিন, মন্টু ভাই দিচ্ছে ডাক ঘরে বসার সময় নাই। এ সময় তার হাতে নেতা-কর্মীরা ধানের শীষ তুলে দেন।

আগামী ৩০ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে ধানের শীষের বিজয় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মোস্তফা মহসিন মন্টু। তিনি বলেন, ৭১-এ গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি এবং স্বাধীনতা নিয়ে এসেছি। আসন্ন নির্বাচন সেই গণতন্ত্রকে পুনরুদ্ধার করার নির্বাচন। চারদিক থেকে ধানের শীষের পক্ষে মানুষের যে সাড়া পাওয়া যাচ্ছে তাতে ঐক্যফ্রন্টের বিজয় সুনিশ্চিত।

তিনি অভিযোগ করেন প্রশাসনের ছত্রছায়ায় বিভিন্ন এলাকায় হামলা, মামলা ও গ্রেফতার হচ্ছে। আজ (শুক্রবার) জাতীয় বুদ্ধিজীবি স্মৃতিসৌধে ড. কামাল হোসেনের গাড়ি বহরে হামলা হয়েছে, অনেককে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে, যা অত্যন্ত ন্যাক্কারজনক। মানুষ নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারলে ধানের শীষের পক্ষে রায় দেবে।
বিলম্বে আনুষ্ঠানিক প্রচারণা শুরুর কারণ জানতে চাইলে তিনি বলেন, ঐক্যফ্রন্টের নেতা হিসেবে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেয়ায় এ রকম হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়