শিরোনাম
◈ মুগদায় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় কিশোর নিহত ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা ◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০১৮, ০৯:৫৭ সকাল
আপডেট : ১১ ডিসেম্বর, ২০১৮, ০৯:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুর-৩ আসনে ধানের শীষের সভা পণ্ড!

তপু হারুন : শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতি) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেলের পূর্ব নির্ধারিত সভা পণ্ড হয়েছে।
সোমবার প্রতীক বরাদ্দ পাওয়ার পর এ আসনের ধানের শীষের প্রার্থী মাহমুদুল হক রুবেল শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউপিরা লংগরপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে তার প্রথম নির্বাচনী পথসভা আহ্বান করে।

বিকাল ৪টায় এ সভা হওয়ার আগে স্থানীয় যুবলীগের পক্ষে পাল্টা সভা আহ্বান করলে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী বিকেলে সভাস্থলে অবস্থান নেয়। পরে ধানের শীষের বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল আসতে শুরু করলে পুলিশ ওই স্থানে সভা না করা নির্দেশ দেয়।

মাহমুদুল হক বলেন, আমরা প্রশাসনকে অবগত করে পূর্ব নির্ধারিত স্থানে পথ সভা করতে গেলে প্রশাসনের সহায়তায় স্থানীয় আওয়ামী যুবলীগ পাল্টা সভা ডেকে আমাদের সভা পণ্ড করে দেয়। আমরা শান্তি শৃঙ্খলার রক্ষায় ওই স্থান ত্যাগ করে আসি। ফলে আমরা আমাদের ধানের শীষের সভা করতে পারিনি। তবে বিষয়টি আমরা সহকারী রির্টানিং কর্মকর্তাকে লিখিত ভাবে জানাবো।

শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন বলেন, স্থানীয় যুবলীগ আগে থেকেই সমাবেশ ডাকলেও ধানের শীষের প্রার্থী একই স্থানে সভা আহ্বান করে। যে কারণে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

শ্রীবরদীর ইউএনও সেঁজুতি ধর বলেন, আমি শুনেছি রুবেল সাহেব আমার কাছে একটি তালিকা দিয়েছে, কিন্তু জেলায় মিটিং থাকায় আমি তা দেখিনি। একই স্থানে দুই দল সভা আহ্বান করায় আমরা উভয় দলকেই সভা না করতে বলেছি। তবে পুলিশ বলছে, তারা সমাবশে কোনো বাধা দেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়