শিরোনাম
◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের ◈ এ‌শিয়া কা‌পে ওমানকে হারা‌লো আরব আমিরাত ◈ বাংলাদেশ দলের বিরু‌দ্ধে আমা‌দের চ্যালঞ্জ নি‌য়ে খেল‌তে হ‌বে: আফগানিস্তান কোচ ◈ বাংলাদেশি পাসপোর্ট সহ টিউলিপের ট্যাক্স ফাইলের খোঁজ পেয়েছে এনবিআর ◈ জলদস্যুদের ধাওয়ায় ট্রলারডুবি: ২৪ ঘণ্টা সাগরে ভেসে ১৮ জেলের জীবনরক্ষা ◈ চীনের ঋণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হচ্ছে বাংলাদেশ ◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত ◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০১৮, ০৫:০২ সকাল
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০১৮, ০৫:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাকে বলে ভালো মানুষ!

শিশির আসাদ

ভালো মানুষের সংজ্ঞা দেয়া মুশকিল। কাকে ভালো মানুষ বলা যাবে? এ প্রশ্নের জবাব দেয়াও দুরূহ কাজ। একই মানুষের মধ্যে ভালো-মন্দ দুটো দিকই আছে। অর্থাৎ, ভালো-মন্দ মিলেই মানুষ। তাহলে কে ভালো, আর কে মন্দ কীভাবে নির্ধারণ করবÑ এ বিষয়টিও বড্ড জটিল। তারপরেও এমন কিছু মানুষ আছে যাদেরকে ভালো মানুষ বলা যায়, আবার কাউকে বলা যায় মন্দ। আবার যে মানুষটি ভালো মানুষ হিসেবে বিবেচ্য সেই মানুষটিই কখনোবা মন্দ হয়ে যাচ্ছে। কেউ কেউ হয়তো বলবেন, কারো মধ্যে ভালোর পাল্লা ভারী হলে ভালো মানুষ আর মন্দের পাল্লা ভারী হলেই মন্দ মানুষ। ভালো মানুষ মন্দ হয়ে যেতে পাওে, আবার মন্দ মানুষ ভালো হয়ে যেতে পারে। কিন্তু আমি সে রকম মানুষকে ভালো বলতে চাই না। ভালো মানুষের সংজ্ঞা, ‘যে মানুষের জীবদ্দশায় তার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয়নি, তিনিই ভালো মানুষ’।

আমার জীবনে ভালো মানুষ বেশিসংখ্যক দেখেছি বলে মনে হয় না। আপনি দেখেছেন কী? আমার তো মনে হয় ভালো মানুষ কথাটি কাব্য বা উপন্যাসের ব্যাপার। সমাজে সত্য দর্শন মেলা অসম্ভব। কোনো মানুষের সাথে যখন পরিচিত হই, তখন মনে হয়Ñ এই বোধ করি ভালো মানুষের সন্ধান পেয়ে গেলাম। কথা-বার্তা, চাল-চলন, বিচার-বিবেচনায় সব ভালো। কিন্তু আস্তে আস্তে তার সাথে ঘনিষ্ঠভাবে মিশতে থাকলে দেখা যায়, মানুষটি ভালো না। অর্থাৎ দূর থেকে দেখে কাউকে ভালো মানুষ মনে হলেও, কাছে গিয়ে দেখা যায় তার দোষের অন্ত নেই। গুণের পাল্লার চেয়ে দোষের পাল্লাই ভারী। তারপরেও বিশ্বাস করতে চাইÑ সমাজে ভালো মানুষ নিশ্চয় আছে। আমরা হয়তো তাকে খুঁজে পাচ্ছি না।

একজন মানুষ অন্য মানুষকে ঠকায় না, ক্ষতি করে নাÑ এর চেয়ে মানুষের বড় গুণ আর হয় না। আমার মতে, ভালো মানুষ হওয়ার জন্য এই একটি গুণই যথেষ্ট। কিন্তু হায়! এই একটা মাত্র গুণ আমরা কতোজন অর্জন করতে পারছি? দেখুন না আপনিও নিজের বিচার করে, আপনি কি জীবনে কারো একটুও ক্ষতি করেননি? কাউকে কি কখনো ঠকাননি? কারো মনে ব্যথা দেননি? কেউ আপনার দ্বারা কষ্ট পায়নি? একবার অন্তত দেখুন না, নিজেকে বিশ্লেষণ করে। আপনি কি ভালো মানুষ?

লেখক : বিশ^বিদ্যালয় শিক্ষার্থী

  • সর্বশেষ
  • জনপ্রিয়