শিরোনাম
◈ মুগদায় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় কিশোর নিহত ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা ◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০১৮, ০১:১৭ রাত
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০১৮, ০১:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে ৪টি আসনে আওয়ামী জোটের চূড়ান্ত মনোনয়ন পেলেন কামাল, মান্নান, আনোয়ার খান ও নোমান

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে ৪টি আসনে আওয়ামী জোটের মনোনয়নের চূড়ান্ত চিঠি পেয়েছেন এ কে এম শাহাজাহান কামাল, মেজর (অবঃ) আবদুল মান্নান, আনোয়ার হোসেন খান ও মোহাম্মদ নোমান। লক্ষ্মীপুরের ৪টি আসনের মধ্যে লক্ষ্মীপুর-৩ সদর আসটি আওয়ামী লীগের দলীয় প্রার্থী দেওয়া হয়েছে। আর বাকি ৩টি আসন লক্ষ্মীপুর-১ রামগঞ্জ, লক্ষ্মীপুর-২ রায়পুর-সদর আংশিক ও লক্ষ্মীপুর-৪ রামগতি-কমলনগর শরিকদের ছেড়ে দেওয়া হয়েছে।

লক্ষ্মীপুরের ৪টি আসনে আওয়ামী জোটে চূড়ান্ত চিঠি পেলেন যারা তারা হলেন, লক্ষ্মীপুর-১ রামগঞ্জ থেকে আওয়ামীলীগ নেতা তরিকত ফেডারেশন থেকে আনোয়ার হোসেন খান। লক্ষ্মীপুর-২ রায়পুর-সদর আংশিক থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ এরশাদের উপদেষ্টা, জেলা জাতীয় পাটির সভাপতি ও বর্তমান এমপি জাতীয় পার্টি থেকে মোহাম্মদ নোমান। লক্ষ্মীপুর-৩ সদর আসনে আওয়ামীলীগ থেকে বে-সরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম কে এম শাহাজাহান কামাল এমপি। লক্ষ্মীপুর-৪ রামগতি-কমলনগর আসন থেকে বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অবঃ) আবদুল মান্নান।

এর আগে লক্ষ্মীপুরের ২টি আসনে আওয়ামী লীগ ও জোট থেকে ২জন করে চিঠি দেওয়া হয়েছিলো। এর মধ্যে লক্ষ্মীপুর-৩ আসনে আওয়ামী লীগ থেকে এ কে এম শাহাজাহান কামাল ও গোলাম ফারুক পিংকুকে। লক্ষ্মীপুর-৪ রামগতি কমলনগর আসনে আওয়ামী লীগ থেকে বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ আবদুল্যা আল-মামুন ও জোট থেকে বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অবঃ) আবদুল মান্নানকে চিঠি দেওয়া হয়।

এছাড়া লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসন জোট থেকে আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন খান তরিকত ফেডারেশন। লক্ষ্মীপুর-২ রায়পুর-সদর আংশিক আসনে জাতীয় পার্টি থেকে বর্তমান এমপি মোহাম্মদ নোমানকে মনোনয়নের চিঠি দেওয়া হয়। পরে জোটগত ভাবে ৪ জনকে চূড়ান্ত মনোনয়ন চিঠি দেওয়া হয়।
দলীয় ও জোটগতভাবে মনোনয়ন থেকে বাদ পড়েছেন লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের বর্তমান সংসদ সদস্য লায়ন এম এ আউয়াল ও লক্ষ্মীপুর-৪ রামগতি-কমলনগরের বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ আবদুল্যা আল-মামুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়