শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০১৮, ০৫:২২ সকাল
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০১৮, ০৫:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনী ইশতেহারে তরুণদের গুরুত্ব দেয়া জরুরি : আআমস আরেফিন সিদ্দিক

ফাহিম বিজয় : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, দেশের সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করলে আমার কাছে মনে হয়, নির্বাচনী ইশতেহারে রাজনৈতিক দলগুলোর উচিত, তরুণ সমাজের প্রতি দৃষ্টি দেয়া, যারা আগামীতে দেশকে নেতৃত্ব দেবে তাদের যে চাহিদাগুলো আছে বিশেষ করে, তাদের প্রয়োজন মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা এটির ব্যাপারে কার্যকারি ভূমিকা গ্রহণ করা। প্রাথমিক পর্যায় থেকে শুরু করে উচ্চ পর্যায়ের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে একটি বড় ধরনের বৈপ্লবিক পরিবর্তন আনা দরকার আছে। কারণ, বিশ^ এখন দ্রুতগতিতে এগিয়ে চলছে। বিশ্বের সার্বিক যে অগ্রগতি এবং প্রতিযোগিতার মধ্যে টিকে থাকতে হলে আমাদের তরুণ প্রজন্মকে যথাযথ শিক্ষিত হতে হবে।

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, মান সম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। শুধু বাংলাদেশের ভৌগলিক সীমারেখার মধ্যে সীমিত জায়গায় আমাদের তরুণদের সম্ভাবনার ক্ষেত্র নির্ধারণ করলে চলবে না। বরং পুরো বিশ্বের বিভিন্ন কর্মক্ষেত্রে বা প্রত্যাশাগত ক্ষেত্রে তারা যেন যোগদান করতে পারে, অংশগ্রহণ করতে পারে এবং অবদান রাখতে পারে এজন্য তাদেরকে সুশিক্ষিত এবং প্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, আমার মনে হয়, তরুণ প্রজন্মের চাহিদাগুলো বিশেষ করে শিক্ষার চাহিদা, চাকরির চাহিদা এবং কর্মসংস্থানের চাহিদা, নিরাপদ জীবন-যাপনের চাহিদা এবং তাদের সুস্বাস্থ্যের চাহিদা এগুলো পূরণ করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর এখন দৃষ্টি দেয়া উচিত। রাজনৈতিক দলগুলো হয়তো তাদের নির্বাচনী ইশতেহার গণতন্ত্র, সুশাসন, অর্থনৈতিক প্রবিদ্ধ এগুলো নিয়ে আসবে, নিশ্চিয় নিয়ে আসবে। একই সাথে তরুণদের প্রতি গুরুত্বটা বেশি দেয়া উচিত। তরুণদের কথা বলতে গেলেই গণতন্ত্র, সুশাসন অর্থনৈতিক প্রবিদ্ধ সার্বিকভাবে সবকিছুই চলে আসবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়