শিরোনাম
◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০১৮, ০৮:১৯ সকাল
আপডেট : ০৫ নভেম্বর, ২০১৮, ০৮:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হিল জুতায় বিপদ দেখছেন স্নায়ুবিশেষজ্ঞরা!

চেহারা ও পোশাকের সঙ্গে খাপ খাওয়ানো একটা মনের মতো জুতো! অফিস হোক বা বেড়াতে যাওয়া— এক জনের ব্যক্তিত্বে বিশেষ ছাপ ফেলে তার জুতো। কিন্তু পছন্দের জুতো বাছতে বসলেই কি হাই হিল জুতোর দিকে নজর যায়? তা হলে সতর্ক হওয়ার সময় এসেছে।চাহিদার কথা মাথায় রেখে আজকাল নারী-পুরুষ নির্বিশেষে সকলের জুতোর নীচেই একটু-আধটু হিল রাখছে জুতো প্রস্তুতকারী সংস্থাগুলি। মেয়েদের ক্ষেত্রে সেই হিলের উচ্চতা ও সরু গঠন দিনকে দিন বাড়ছে। জুতোর দোকানে ছেলেদের শু র‌্যাকেও একটু উঁচু হিল চোখে পড়ছে সহজেই।

আর এখানেই বিপদ দেখছেন হাড় ও স্নায়ুবিশেষজ্ঞরা। ‘‘আজকাল অল্পবয়সী ছেলেমেয়েদের বেশির ভাগেরই হাঁটুর অসুখ কেন জানেন?এর জন্য অন্যতম দায়ী এই হিল জুতো। ছেলেদের ফর্মাল বুটের তলাতেও আজকাল একটু উঁচু প্ল্যাটফর্ম গুঁজে দিচ্ছে জুতোর কোম্পানিগুলি। ফলে কম বয়সে আর্থ্রাইটিসকে একপ্রকার ডেকে আনা হচ্ছে’’— বলছেন অস্থি রোগ বিশেষজ্ঞ অমিতাভ নারায়ণ মুখোপাধ্যায়।

স্নায়ুরোগ বিশেষজ্ঞ ত্রিদিব চৌধুরীর কথাতেও ফুটে উঠছে আশঙ্কার সুর। ‘‘হিল পরা বন্ধ না করলে পায়ের নানা অসুখ তো বটেই, এমনকি একালে প্যারাসাইসিস হওয়ার সম্ভাবনাও থেকে যায়।”

ছেলেদের জুতোর নীচে হিল কিছুটা ফ্ল্যাট হয়, তাই ছেলেরা এই সমস্যায় ভোগেন কম। কিন্তু মেয়েদের হিল লম্বা ও সরু হওয়ায় তাদের জুতো কোনও রকম আচমকা পরিস্থিতির মোকাবিলা করতে পারে না। লম্বা হিল থাকায় পা সব সময় তেরচা ভাবে উঁচু হয়ে থাকে। এতে রক্তসঞ্চালনে যেমন সমস্যা হয়, তেমনই দীর্ঘ ক্ষণ পা ওই ভাবে থাকায় পায়ের উপর পড়া যাবতীয় চাপ সহ্য করতে হয় হাঁটুকেই। শরীরের ভারসাম্যও রাখতে হয় তাকে। ফলে হাঁটু সহজেই বিগড়োয়। ডেকে আনে অস্টিওআর্থ্রাইটিস।

এমন জুতোয় শরীরের ভার পুরোটাই হাঁটুকে বহন করতে হয় বলে মেরুদণ্ডকেও ভারসাম্য রাখতে হয় এই অতিরিক্ত চাপের সঙ্গে। এই সমস্যায় পড়েন উঁচু প্ল্যাটফর্ম হিল পরা পুরুষরাও।

পায়ের পাতার অবস্থান মাটির সঙ্গে সমান্তরালে না থাকায় রক্ত সঞ্চালনে বাধা আসে। আর এর প্রভাব পড়ে মস্তিষ্কের হাইপোথ্যালামাসেও। চিকিৎসকদের মতে, এই কারণে ভয়ানক মাথা যন্ত্রণা হওয়াও বিচিত্র নয়।

পায়ের স্নায়ুগুলিতে রক্তসঞ্চালনে ব্যাঘাত ঘটে। হাঁটুকে অতিরিক্ত পরিশ্রম করতে হয় বলে স্নায়ুর উপর চাপও পড়ে। তাই এমন অভ্যাস খুব বেশি থাকলে তা ডেকে আনতে পারে স্নায়ুর নানা সমস্যা। এমনকি, পা অবশ করে প্যারালাইসিসও ডেকে আনতে পারে।

চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন, হিল পরলে চেষ্টা করুন জুতোর নীচের হিল যতটা চওড়া ও সমান্তরাল হয় সে দিকে নজর রাখার।হিল পরুন, তবে সে হিল যেন খুব উঁচু ও সরু না হয়। বরং প্ল্যাটফর্ম হিলের বুট পরলেও তার উচ্চতা ও বুটের মুখ কতটা সরু সেটা দেখে নিন। খুব সরু মুখের বুট পরলে পায়ের পাতা স্বাভাবিক ভাবে নাড়াচাড়া করতে অসুবিধা হয়, তেমন জুতো এড়ান। হিল পরতে খুব ভালবাসলে জুতোর নীচে লাগান অতিরিক্ত প্যাড। যা জুতোর সোলের সঙ্গে জুতোর নীচের সোলের সঙ্গে হিলের দূরত্ব কমাবে।  সূত্র -আনন্দবাজার

  • সর্বশেষ
  • জনপ্রিয়