শিরোনাম
◈ 'সুযোগ' পেলে বিএনপি বা জামায়াতের সাথে জোটবদ্ধ নির্বাচন করতে আগ্রহী জাতীয় পার্টি ◈ ঢাকার আন্ডারওয়ার্ল্ডে রক্তক্ষয়ী দ্বন্দ্ব, হত্যার পেছনে আন্ডারওয়ার্ল্ড ডন ইমনের নাম উঠে এসেছে ◈ বড় সুখবর প্রাথমিকের প্রধান শিক্ষকদের জন্য ◈ নির্বাচন বানচালের চেষ্টা করছে আওয়ামী লীগ: প্রেস সচিব ◈ আরও সাড়ে তিন মাস বাড়ল সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ ◈ ঢাকা-৯ আসনে বিএনপির ফাঁকা আসনে প্রার্থী হচ্ছেন এনসিপির ডা. তাসনিম জারা ◈ সরকারকে সতর্ক করল বিএনপি: জুলাই জাতীয় সনদের লিখিত বিষয়ের বাইরে কোনো সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয় ◈ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর ◈ ১৩ নভেম্বরের ‘ঢাকা লকডাউন’ ঘিরে কঠোর অবস্থানে সরকার, সন্ত্রাসীদের ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ চাঁদাবাজ ও লু‌টেরা‌দের সঙ্গে জোট করে নির্বাচনের চেয়ে মরে যাওয়া অনেক ভালো: হাসনাত আবদুল্লাহ  

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০১৮, ১০:০৬ দুপুর
আপডেট : ২৯ অক্টোবর, ২০১৮, ১০:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্যারিয়ারে ৯৯তম এটিপি শিরোপা জয় ফেদেরারের

স্পোর্টস ডেস্ক : বাসেলে অনুষ্ঠিত সুইস ইনডোর টেনিসের শিরোপ জিতেছেন রজার ফেদেরার। শনিবার ফাইনালে তিনি রোমানিয়ান বাছাইকৃত মারিয়াস কোপিলকে ৭-৬ (৭/৫), ৬-৪ গেমে পরাজিত করে শিরোপা জয়ের কৃতিত্ব দেখান। এ জয়ে সুইস সুপারস্টার ক্যারিয়ারের ৯৯তম এটিপি শিরোপা জয় করলেন। মৌসুমের শেষে এখন ফেদেরারের সামনে ১০০তম শিরোপা জয়ের সুযোগ রয়েছে।

এই নিয়ে নিজের ঘরের কোর্টে এই টুর্নামেন্টের নবম শিরোপা জিতলেন ফেদেরার। যদিও এই ম্যাচে জয়ী হতে ফেদেরারকে বেশ বেগ পেতে হয়েছে। দুই সেটের শুরুতেই ব্রেক পয়েন্ট আদায় করে নিয়েছিলেন কোপিল।

ম্যাচ শেষে ফেদেরার বলেছেন, ‘এটা আমার জন্য দারুন একটি সপ্তাহ ছিল। পুরো সপ্তাহটা স্বপ্নের মত কেটেছে। নবম শিরোপা আমার কাছে অনেক কিছু। এছাড়াও একই জায়গায় দীর্ঘদিন ধরে নিজের শ্রেষ্ঠত্ব ধরে রাখাও দারুণ বিষয়। হতে পারে এটা ভিন্ন একটি ফাইনাল ছিল, হতে পারে অন্য সব ফাইনালের তুলনায় এবার আমাকে একটু বেশি কষ্ট করতে হয়েছে। কিন্তু যেকোন জয়ই আত্মবিশ্বাস যোগায়। এই জয়ের মাধ্যমে লন্ডনে নিজের সেরাটা দিতে পারবো বলেই আশা করছি।’

এই টুর্নামেন্টে ফাইনাল জয়ের মধ্য দিয়ে টানা ২০টি ম্যাচ জয়ের রেকর্ড গড়েছেন ফেদেরার। এবার নিয়ে বাসেলে টানা ১২টি ফাইনালে খেললেন ফিডেক্স। এবারের মৌসুমে অস্ট্রেলিয়ান ওপেন, রটারডাম ও স্টুটগার্টের পর এই নিয়ে চতুর্থ শিরোপা জিতলেন।

ফেদেরারের বিপক্ষে ফাইনালে খেলা ছিল ৯৩ র‌্যাঙ্কধারী কোপিলের ক্যারিয়ারের সবচেয়ে বড় ম্যাচ। ফাইনালে ওঠার পথে তিনি হারিয়েছেন ষষ্ঠ বাছাই মারিন সিলিচ, তৃতীয় বাছাই আলেক্সান্দার জেভরেভের মত তারকাদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়