শিরোনাম
◈ মার্কিন নাগরিকদের দ্রুত ইরান ত্যাগের নির্দেশ যুক্তরাষ্ট্রের ◈ নিউইয়র্ক সিটিতে বিক্ষোভ: পাশে দাঁড়ালেন মামদানি ◈ বার্সার কাছে হারের পর জাবি আলোনসোকে বরখাস্ত করল রিয়াল মাদ্রিদ ◈ অস্ট্রেলিয়ায় শিশুদের সামাজিক মাধ্যম নিষিদ্ধ: ৫ লাখের বেশি অ্যাকাউন্ট ব্লক করল মেটা ◈ বাংলাদেশি শনাক্তে এআই টুল তৈরি করছে ভারত ◈ কয়েক ঘণ্টার মধ্যেই শেষ ঢাকা–করাচি ফ্লাইটের সব টিকিট ◈ ভিসা নিয়ে বাংলাদেশকে বড় দুঃসংবাদ দিল অস্ট্রেলিয়া ◈ নির্বাচনী মাঠ ছাড়ছেন বিদ্রোহীরা, স্বস্তিতে বিএনপি-জোট ◈ মহাকাশ অভিযানে বড় ধাক্কা, যান্ত্রিক ত্রুটিতে ১৬ স্যাটেলাইটের নিয়ন্ত্রণ হারাল ভারত ◈ ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’—মুসাব্বির হত্যা মামলায় বিস্মিত আদালত

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০১৮, ০১:৩৪ রাত
আপডেট : ২৯ অক্টোবর, ২০১৮, ০১:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রিটেনে ফেসবুকের মাধ্যমে ‘চাকু’ কিনছে স্কুল বালকরা, নিরাপত্তা বিশেষজ্ঞদের হুঁশিয়ারি

রাশিদ রিয়াজ : ফেসবুকের অ্যাপের মাধ্যমে ৬ ইঞ্চির চেয়ে বড় ‘চাকু’ বা ছুরি কিনছে ব্রিটেনের স্কুলবালকরা। আর এসব ছুরি তাদের স্কুলেই সরবরাহ করা হচ্ছে। ফলে স্কুল বালকদের হাতে এধরনের ছুরি যাওয়ায় ছুরিকাঘাতের মত সন্ত্রাস বাড়ছে বলে নিরাপত্তা বিশেষজ্ঞরা হুঁশিয়ার করে দিয়েছেন। এইত দিন কয়েক আগেই ড. মাক প্রিন্সের ১৫ বছরের ছেলে কিয়ান তার সহপাঠীদের ছুরিকাঘাতে স্কুল গেটেই নিহত হয়। ফেসবুকের মাধ্যমে স্কুল গেটেই ছেলেমেয়েরা ছুরি সরবরাহ পেয়ে যাচ্ছে। ফলে ছুরিঘাতের মত অপরাধ এখন সংকট হয়ে দাঁড়িয়েছে। মিরর

এমনিতে বাজারে ছুরি কিনতে গেলে দোকানিরা ক্রেতাদের বয়সের দিকে খেয়াল রাখেন। তাই অপরাধ প্রবণ স্কুল ছাত্ররা ফেসবুক অ্যাপের সহায়তা নিচ্ছে। কারণ ৬ ইঞ্চির চেয়ে বড় ছুরি বিক্রির ব্যাপারে কিছু বিধি রয়েছে। ১২ থেকে ১৫ বছরের ব্রিটিশ স্কুলবালকদের দুই তৃতীয়াংশের কাছেই ছুরি রয়েছে বলে সিনিয়র রাজনীতিবিদরা এজন্যে ফেসবুক ছাড়াও অন্যান্য অনলাইনকে দায়ী করেন। এধরনের সন্ত্রাসে নিহতদের পরিবার, শিক্ষক ও ছেলেমেয়েদের পক্ষ থেকে ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি উঠেছে। গত বছর ফেসবুক অ্যাপ অনলাইন বিকিকিনিতে লাভ করে ৩ কোটি পাউন্ড। নিহতদের অভিভাবকরা বলছেন, এধরনের দায়িত¦জ্ঞানহীন বিক্রির জন্যে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না বা আমাদের স্বজন হারারোর বেদনাকে উপেক্ষা করা হচ্ছে। কোনো কোনো অনলাইন বিক্রেতা স্কুল টিফিন বা ছুটির সময় বিদ্যালয়ের আঙ্গিনায় বিক্রিত ছুরি পৌঁছে দিচ্ছে। অভিভাবকরা স্কুলে স্কুলে তল্লাশী চালিয়েও এসব ছুরি উদ্ধারের অভিযান শুরুর তাগিদ দিয়েছেন। ১০ পাউন্ড খরচ করার পর একই দিনে মিলে যাচ্ছে ছুরি। ১৮ বছরের নিচে ৬ ইঞ্চির বেশি দীর্ঘ ছুরি যেখানে বিক্রি অনুমোদন নেই সেখানে যে কোনো আকারের ছুরি অনায়াসে পৌঁছে দেয়া হচ্ছে স্কুলবালকদের হাতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়