শিরোনাম
◈ পুঁজিবাজারে বড় ধাক্কা: একীভূত প্রক্রিয়ায় পাঁচ ইসলামী ব্যাংকের লেনদেন স্থগিত ◈ আমরা সরকারের চালাকি বুঝি, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব, ঘি আমাদের লাগবেই: ডা. তাহের ◈ বিএনপিতে যোগদান নিয়ে যা জানালেন স্নিগ্ধ ◈ সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে জামিন দিল হাইকোর্ট ◈ সিরীয় বংশোদ্ভূত জোহরান মামদানির স্ত্রী রামা দুয়াজি এখন বিশ্বজুড়ে আলোচনায় ◈ জুলাই চার্টার নিয়ে রাজনৈতিক বিভাজন গভীরতর: তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের সময়কালেই মূল অচলাবস্থা ◈ পাঁচ দফা দাবিতে রাজধানীতে জামায়াতসহ আট ইসলামি দলের যমুনা অভিমুখে পদযাত্রা শুরু ◈ আলী রীয়াজ নয় মাসে ৮৩ কোটি টাকা খরচ করে পালিয়েছে: মোশাররফ আহমেদ ঠাকুর (ভিডিও) ◈ ডিবি হারুনকে সরাতে শেখ হাসিনার নির্দেশ, দায় চাপালেন স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর: ওবায়দুল কাদের-হারুন অডিও ফাঁস ◈ সুদানে আতঙ্ক, ফাশি শহ‌রের কসাই কে এই আবু লুলু?

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০১৮, ০১:৩৪ রাত
আপডেট : ২৯ অক্টোবর, ২০১৮, ০১:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রিটেনে ফেসবুকের মাধ্যমে ‘চাকু’ কিনছে স্কুল বালকরা, নিরাপত্তা বিশেষজ্ঞদের হুঁশিয়ারি

রাশিদ রিয়াজ : ফেসবুকের অ্যাপের মাধ্যমে ৬ ইঞ্চির চেয়ে বড় ‘চাকু’ বা ছুরি কিনছে ব্রিটেনের স্কুলবালকরা। আর এসব ছুরি তাদের স্কুলেই সরবরাহ করা হচ্ছে। ফলে স্কুল বালকদের হাতে এধরনের ছুরি যাওয়ায় ছুরিকাঘাতের মত সন্ত্রাস বাড়ছে বলে নিরাপত্তা বিশেষজ্ঞরা হুঁশিয়ার করে দিয়েছেন। এইত দিন কয়েক আগেই ড. মাক প্রিন্সের ১৫ বছরের ছেলে কিয়ান তার সহপাঠীদের ছুরিকাঘাতে স্কুল গেটেই নিহত হয়। ফেসবুকের মাধ্যমে স্কুল গেটেই ছেলেমেয়েরা ছুরি সরবরাহ পেয়ে যাচ্ছে। ফলে ছুরিঘাতের মত অপরাধ এখন সংকট হয়ে দাঁড়িয়েছে। মিরর

এমনিতে বাজারে ছুরি কিনতে গেলে দোকানিরা ক্রেতাদের বয়সের দিকে খেয়াল রাখেন। তাই অপরাধ প্রবণ স্কুল ছাত্ররা ফেসবুক অ্যাপের সহায়তা নিচ্ছে। কারণ ৬ ইঞ্চির চেয়ে বড় ছুরি বিক্রির ব্যাপারে কিছু বিধি রয়েছে। ১২ থেকে ১৫ বছরের ব্রিটিশ স্কুলবালকদের দুই তৃতীয়াংশের কাছেই ছুরি রয়েছে বলে সিনিয়র রাজনীতিবিদরা এজন্যে ফেসবুক ছাড়াও অন্যান্য অনলাইনকে দায়ী করেন। এধরনের সন্ত্রাসে নিহতদের পরিবার, শিক্ষক ও ছেলেমেয়েদের পক্ষ থেকে ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি উঠেছে। গত বছর ফেসবুক অ্যাপ অনলাইন বিকিকিনিতে লাভ করে ৩ কোটি পাউন্ড। নিহতদের অভিভাবকরা বলছেন, এধরনের দায়িত¦জ্ঞানহীন বিক্রির জন্যে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না বা আমাদের স্বজন হারারোর বেদনাকে উপেক্ষা করা হচ্ছে। কোনো কোনো অনলাইন বিক্রেতা স্কুল টিফিন বা ছুটির সময় বিদ্যালয়ের আঙ্গিনায় বিক্রিত ছুরি পৌঁছে দিচ্ছে। অভিভাবকরা স্কুলে স্কুলে তল্লাশী চালিয়েও এসব ছুরি উদ্ধারের অভিযান শুরুর তাগিদ দিয়েছেন। ১০ পাউন্ড খরচ করার পর একই দিনে মিলে যাচ্ছে ছুরি। ১৮ বছরের নিচে ৬ ইঞ্চির বেশি দীর্ঘ ছুরি যেখানে বিক্রি অনুমোদন নেই সেখানে যে কোনো আকারের ছুরি অনায়াসে পৌঁছে দেয়া হচ্ছে স্কুলবালকদের হাতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়