এস এম নূর মোহাম্মদ : জাতীয় ঐক্যফ্রন্ট্রের নেতা ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসনের জন্য কারাগারে ডিভিশন চেয়ে করা আবেদনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে অাগামীকাল সোমবার অাদেশ দিবেন হাইকোর্ট।
রোববার বিচারপতি শেখ হাসান অারিফ ও বিচারপতি রাজিক অাল জলিলের বেঞ্চ অাদেশের জন্য এ দিন ধার্য করেন।মইনুলের পক্ষে শুনানি করেন ড. কামাল হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে অালম।
এর অাগে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন এই আবেদন করেন।
এর আগে গত ২৩ অক্টোবর ব্যারিস্টার মইনুল হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম)আদালত। কারাগারে তাকে সাধারণ বন্দী হিসেবে রাখা হয়েছে।