ওমর শাহ : সৌদি সাংবাদিক জামাল খাসোগজির হত্যাকা-কে ঘিরে যেসব প্রশ্ন রয়েছে সেসব প্রশ্নের জবাব দেয়ার জন্য রিয়াদের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু।
তিনি বলেছেন, জামাল খাসোগজির পূর্বপরিকল্পিত হত্যাকা-ের বিষয়ে এখনো কিছু প্রশ্ন রয়েছে যার জবাব আসা দরকার। রিয়াদকে বলতে হবে, কে খাসোগজিকে হত্যার নির্দেশ দিয়েছে এবং খাসোগজির লাশ কোথায় রাখা হয়েছে। চাভুসওগ্লু আরো বলেন, সৌদি সরকার যে ১৮ জনকে আটকের ঘোষণা দিয়েছে তাদেরকে কেন আটক করা হয়েছে তাও জানাতে হবে।
ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে চাভুসওগ্লু এসব কথা বলেন। তিনি বলেন, ‘আপনারা স্বীকার করছেন তারা এ হত্যাকা- ঘটিয়েছে কিন্তু তারা কেন বলছে না তার কোথায় লাশ।’
চাভুসওগ্লু বলেন, খাসোগজি হত্যার মামলা আন্তর্জাতিক আদালতে তোলার ইচ্ছা নেই তুর্কি সরকারের। তবে আন্তর্জাতিক তদন্ত হলে তাদের কাছে তথ্য দিতে প্রস্তুত আংকারা।