শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০১৮, ০১:৫৪ রাত
আপডেট : ২৬ অক্টোবর, ২০১৮, ০১:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তালতলী যাচ্ছেন প্রধানমন্ত্রী

জয়নুল আবেদীন, আমতলী (বরগুনা) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরগুনার বঙ্গোপসাগর উপকুলীয় উপজেলা তালতলী আসছেন কাল ২৭ অক্টোবর। প্রধানমন্ত্রীর তালতলী আগমন উপলক্ষে সর্বত্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তালতলী উপজেলাকে নিরাপত্তার চাঁদরে ঢেকে ফেলেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার বেলা তিনটায় তালতলী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।

বরগুনা জেলা প্রশাসক মো. কবীর মাহমুদ বলেন , প্রধানমন্ত্রী সফর সফল করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে । প্রধানমন্ত্রী ২১ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন সেখানে।

বরগুনা জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানান গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১ টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। এর মধ্যে বরগুনা সদরে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও বরগুনা জেলা গ্রন্থাগার, বরগুনা পুলিশ লাইনের মহিলা ব্যারাক, দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের হোষ্টেল নির্মাণ, ঘূর্ণিঝড়, সিডর ও আইলায় উপকূলীয় এলাকার ক্ষতিগ্রস্থ বন্যা নিয়ন্ত্রন বাঁধ পূর্নবাসন, বরগুনা - বাকেরগঞ্জ- কাঠালতলী- পাদ্রীশিবপুর- সুবিদখালী সড়ক , বরগুনা সদরের গৌড়িচন্না ইউনিয়ন পরিষদ কমপ্লে´ ভবন , বামনা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন , বেতাগী উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, তালতলী উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন, আমতলী থানা ভবন, আমতলী ইউনুস আলী খান কজেলের ৪র্থ তলা একাডেমি ভবন কাম সাইক্লোন সেল্টার ও তালতলী একটি বাড়ী একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক ভবনসহ ২১টি নির্মিত উন্নয়ন প্রকল্পের উদ্ধোধন করবেন।

প্রধানমন্ত্রীর এ সফরে আমতলী-তালতলী উন্নয়নে নতুন দিগন্তের সুচনা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বিকেল তিনটায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত তালতলী মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক বিশাল জনসভায় ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বরগুনার আমতলী-তালতলীসহ বিভিন্ন উপজেলায় প্রতিদিনই আনন্দ মিছিল করছে আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতা কর্মীরা। প্রধানমন্ত্রীর সফর সফল করার লক্ষে জেলা আওয়ামীলীগ, উপজেলা আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতা কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তালতলী উপজেলা শহর বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ব্যানার ও ফেষ্টুনে ছেঁয়ে গেছে ।

বরগুনা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সফরকালে তালতলী এলাকায় কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে । তিনি আরও বলেন পুরো জেলায় আইন-শৃঙ্খলা বাহিনী সর্তক অবস্থানে থাকবে ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়