শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০১ দুপুর
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কমলঞ্জের জলপ্রপাতে বেড়াতে এসে পানিতে ডুবে রুয়েট ছাত্রের মৃত্যু

স্বপন কুমার দেব, মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গভীর অরণ্যের ভিতর অবস্থিত ইসলামপুর ইউনিয়নের ত্রিপুরা সীমান্তবর্তী হামহাম জলপ্রপাতে বেড়াতে এসে পানিতে ডুবে রাজশাহী প্রকৌশল বিশ্ব বিদ্যালয়ের (রুয়েট) ১ম বর্ষের এক ছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম রেজাউল করিম ওরপে ইয়াকুব (২২)। শনিবার সকাল ১০টায় এ ঘটনাটি ঘটে। এ সময় নিহত রেজাউল করিমের ২ জন সহপাঠী পানিতে পড়ে আহত হয়েছেন। তাদেরকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি হয়েছে। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিহতের লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করা হয়।

কমলগঞ্জ থানা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, রাজশাহী প্রকৌশল বিশ্ব বিদ্যালয়ের ১ম বর্ষের ছাত্রদের ৭ সদস্যের একটি দল শনিবার সকাল ৯টায় দুর্গম পাহাড়ি এলাকার হামহাম জলপ্রপাত এলাকায় পৌঁছে। তারা সেখানে কম পানি থাকা অবস্থায় জলপ্রপাতের পানিতে নেমে গোসল করছিল। সকাল ১০টার দিকে আকস্মিকভাবে জলপ্রপাতে পানি ও স্রোত বেড়ে গেলে জলপ্রপাতের এক খাদে পড়ে ডুবে রেজাউল করিম (২২) নামের এক ছাত্র মারা যায়। তাকে উদ্ধার করতে তার ৪ সহপাঠী তাকে দ্রুত উদ্ধার করে বেলা ২টার দিকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সাজেদুল কবীর তাকে মৃত ঘোষণা করেন।

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুধীন চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার গ্রামের বাড়ি কুমিল্লায়। বর্তমানে সে ঢাকার শনির আখড়া এলাকায় বসবাস করে। জলপ্রাপতে আকস্মিক পানি ও স্রোত বেড়ে গেলে সাঁতার না জানার কারণে তার মৃত্যু হয়েছে। তাছাড়া পাহাড়ি ছড়ার উপর থেকে যেখানে পানি পড়ে সে স্থানটি কিছুটা গভীর। এ গভীরে পড়ে গেলে সেখান থেকে ছাত্রটি বের হতে পারেনি। তিনি আরও বলেন, কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মৃত দেহটি মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে। অন্যদিকে মুঠোফোনের মাধ্যমে নিহত ছাত্রের পরিবার পরিজনের সাথে যোগাযোগ করা হচ্ছে। পরিবারের সদস্যরা আসার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ জানায়, নিহত রেজাউল করিমের থাকা সহপাঠীরা হলেন-সৌমিক ভৌমিক (১৯), আসিফ চৌধুরী (১৯), হোসেন তানজিল (২০), শাহরিয়ার সায়ান (২১), তানজিল বিন সাইয়িদ (১৯) ও রিয়াজুল ইসলাম প্রিন্স (২০)। তাৎক্ষনিকভাবে তাদের ঠিকানা পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়