শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০১৮, ০৪:৩৭ সকাল
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০১৮, ০৪:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ২ লাখ মানুষকে মিষ্টি খাওয়াবে ঢাকা দক্ষিণ যুবলীগ

জিয়াউদ্দিন রাজু : আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিনকে ‘জনগণের ক্ষমতায়ন দিবস’ হিসেবে পালন করবে আওয়ামী যুবলীগ। আর এই দিনটি উপলক্ষে ২ লাখ মানুষকে মিষ্টিমুখ করাবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগ। ঢাকা দক্ষিণ যুবলীগের দপ্তর সম্পাদক এমদাদুল হক এমদাদ এ তথ্য জানান।

এমদাদুল বলেন, প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় প্রতি বছরের মতো এবারও তার জন্মদিন উপলক্ষে গরিব, অসহায় মানুষকে মিষ্টি খাওয়ানো হবে। এ উপলক্ষে রাজধানীর আনন্দ মিষ্টি ভাণ্ডার, মুসলীম মিষ্টি ভাণ্ডার ও সালাম ডেইড়ি থেকে দুই লাখ প্যাকেট মিষ্টির অর্ডার দেওয়া হয়েছে। ওই প্যাকেটে একটি রসোগোল্লা, একটি ছানার সন্দেশ, নিমকি, সামুচা ও স্যন্ডুইস রাখা হবে। ঢাকা দক্ষিণ যুবলীগের সকল নেতাকর্মীররা নিজস্ব অর্থায়নে এ আয়োজন করা হয়েছে। ইতোমধ্যে ৩ মিষ্টির দোকানে ৩৫ লাখ টাকা অগ্রিম দেয়া হয়েছে। দিনব্যপি শহরের বিভিন্ন জায়গায় নেতাকর্মীরা মানুষের মধ্যে এই প্যাকেট বিতরণ করবেন।

তিনি আরো বলেন, শুক্রবার সকাল ৭ টায় পবিত্র কোরআন খতম, সকাল ৮ টায় রক্তদান কর্মসূচি থাকছে। এছাড়া মতিঝিলের আরামবাগে ফুটবল ফেডারেশনের মাঠে ১০ হাজার লোক ধারণ ক্ষমতা সম্পন্ন প্যান্ডেল করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়