শিরোনাম
◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক ◈ ফিলিস্তিনকে অবিলম্বে স্বীকৃতি দিতে ব্রিটিশ সরকারকে ৬০ জন এমপির চিঠি ◈ সায়মা ওয়াজেদের ছুটি জবাবদিহির পথে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ : প্রেসসচিব

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০১৮, ০৪:৩৭ সকাল
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০১৮, ০৪:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ২ লাখ মানুষকে মিষ্টি খাওয়াবে ঢাকা দক্ষিণ যুবলীগ

জিয়াউদ্দিন রাজু : আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিনকে ‘জনগণের ক্ষমতায়ন দিবস’ হিসেবে পালন করবে আওয়ামী যুবলীগ। আর এই দিনটি উপলক্ষে ২ লাখ মানুষকে মিষ্টিমুখ করাবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগ। ঢাকা দক্ষিণ যুবলীগের দপ্তর সম্পাদক এমদাদুল হক এমদাদ এ তথ্য জানান।

এমদাদুল বলেন, প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় প্রতি বছরের মতো এবারও তার জন্মদিন উপলক্ষে গরিব, অসহায় মানুষকে মিষ্টি খাওয়ানো হবে। এ উপলক্ষে রাজধানীর আনন্দ মিষ্টি ভাণ্ডার, মুসলীম মিষ্টি ভাণ্ডার ও সালাম ডেইড়ি থেকে দুই লাখ প্যাকেট মিষ্টির অর্ডার দেওয়া হয়েছে। ওই প্যাকেটে একটি রসোগোল্লা, একটি ছানার সন্দেশ, নিমকি, সামুচা ও স্যন্ডুইস রাখা হবে। ঢাকা দক্ষিণ যুবলীগের সকল নেতাকর্মীররা নিজস্ব অর্থায়নে এ আয়োজন করা হয়েছে। ইতোমধ্যে ৩ মিষ্টির দোকানে ৩৫ লাখ টাকা অগ্রিম দেয়া হয়েছে। দিনব্যপি শহরের বিভিন্ন জায়গায় নেতাকর্মীরা মানুষের মধ্যে এই প্যাকেট বিতরণ করবেন।

তিনি আরো বলেন, শুক্রবার সকাল ৭ টায় পবিত্র কোরআন খতম, সকাল ৮ টায় রক্তদান কর্মসূচি থাকছে। এছাড়া মতিঝিলের আরামবাগে ফুটবল ফেডারেশনের মাঠে ১০ হাজার লোক ধারণ ক্ষমতা সম্পন্ন প্যান্ডেল করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়