শিরোনাম
◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী কার্যালয়ে  প্রধানমন্ত্রীকে উষ্ণ আন্তরিক অভ্যর্থনা ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন  ◈ পাটগ্রাম সীমান্তে বিএসএফে'র গুলিতে বাংলাদেশি নিহত ◈  কমবে তাপমাত্রা, মে মাসেই কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সম্ভাবনা ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৫:৫৫ সকাল
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৫:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিভো কম্পানিকে বয়কট করেছে সাংবাদিকরা

মেহেদী হাসান : ভিভো মোবাইল কম্পানির নিমন্ত্রনে সংবাদ কাভারেজ করতে গেলে অনলাইন ও দৈনিক পত্রিকার বেশ কিছু সাংবাদিককে সংবাদ সংগ্রহের জন্য ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। পরে ভিতরে অবস্থানরত সাংবাদিকরা বের হয়ে আসলে সবাই ভিভোর অনুষ্ঠান বয়কট করে।

গতকাল রাতে রাজধানীর একটি হোটেলে ভিভোর নতুন মোবাইল ভিভো ‘ভি-১১’ এবং ‘ভি-১১ প্রো’ স্মার্টফোন উন্মোচন অনুষ্ঠানে সংবাদ সংগ্রহ করতে গেলে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, অনুষ্ঠানের কক্ষে যাওয়ার জন্য আলাদা কার্ডের ব্যবস্থা করা হয়। পরে কার্ডের সল্পতার অযুহাত দেখিয়ে অনেক সাংবাদিককে ভিতরে ঢুকতে দেওয়া না হলে বাকি সাংবাদিকরাও বের হয়ে আসে। সাংবাদিকরা গেটের কাছে চলে আসলে ভিভো কর্তৃপক্ষ ক্ষমা চাবে বলে, প্রায় আধা ঘন্টা যাবত পর সাংবাদিকদের ভিতরে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে যেসব সাংবাদিকদের অনুষ্ঠান স্থলের মূল অংশে প্রবেশ করতে দেওয়া হয়েছিল তাদের অনেকের জন্যই ছিলো না বসার জন্য পর্যাপ্ত আসন।

এ সময় সাংবাদিকরা বলেন, আমরা পেশাগত দায়িত্ব পালনে এখানে এসেছি। নিমন্ত্রন করে এনে কেন বিব্রত করা হবে সাংবাদিকদের। আর এ ধরণের আচরন যারা করবে আমরা তাদের অনুষ্ঠান কাভারেজ করবো না। ভিভোর উর্ধ্বতন কর্মকর্তা এসে ক্ষমা না চেয়ে তারা তাদের অধঃস্থনদের পাঠিয়েছে ক্ষমা চাওয়ার জন্য যা গ্রহণ করার মতো নয়।

ভিভোর বাংলাদেশে নিযুক্ত মিডিয়া ম্যানেজার মোহাম্মাদ তরিকুল ইসলাম (সুমন) বলেন, আমাদের কিছু লোকের ভুল বুঝাবুঝির কারণে এ ঘটনা ঘটেছে। আমরা এ বিষয়ে লজ্জিত সাংবাদিকদের কাছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়