শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০১৮, ০৯:৫০ সকাল
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০১৮, ০৯:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জবির ভর্তি পরীক্ষায় থাকছে না এমসিকিউ

ডেস্ক রিপোর্ট: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ৪ বছর মেয়াদি বিবিএ ও স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষায় থাকছে না এমসিকিউ পদ্ধতি। বিশ্ববিদ্যালয়ের ৪৪তম একাডেমিক কাউন্সিল সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি পরীক্ষাসহ সব পরীক্ষায় এমসিকিউ পদ্ধতি বাতিল করা হয়েছে। ফলে এবার ভর্তি পরীক্ষা লিখিত পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে লিখিত ভর্তি পরীক্ষার পদ্ধতি ও মানবণ্টন সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

উচ্চ মাধ্যমিকের পাঠ্য বইয়ের সিলেবাস থেকে ভর্তি পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন তৈরি করা হবে বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর। প্রথমবারের মতো লিখিত পরীক্ষার কারণে সময় বাড়িয়ে দেড়ঘণ্টা করা হয়েছে। লিখিত পরীক্ষা হবে ৭২ নম্বরের। এ ছাড়া বাকি ২৮ নম্বরের মধ্যে এসএসসির জিপিএতে ১২ নম্বর এবং এইচএসসির জিপিএতে ১৬ নম্বর থাকবে। এবার ভর্তি পরীক্ষার কেন্দ্র হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভেতরে। বিশেষ প্রয়োজনে আশপাশের কয়েকটি ক্যাম্পাস দেয়া হতে পারে। সম্পূর্ণ নিজস্ব তত্ত্বাবধানে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষা পদ্ধতি ও মানবণ্টন: অন্য বছর কয়েকটি ইউনিটে ভর্তি পরীক্ষা নেয়া হলেও এবার ৩টি ইউনিটে ভর্তি পরীক্ষা নেয়া হবে। ইউনিট-১ বিজ্ঞান শাখা, ইউনিট-২ মানবিক ও ইউনিট-৩ বাণিজ্য শাখা। ইউনিট-১ বিজ্ঞান শাখায় ৩টি বিষয়ে পরীক্ষা নেয়া হবে। পদার্থ ও রসায়নসহ জীববিজ্ঞান অথবা গণিত বিষয়ে প্রশ্ন থাকবে। প্রতিটি বিষয়ে ৪ নম্বরের মোট ৬টি প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্নের উত্তর লিখতে হবে। এভাবে ৭২ নম্বরের প্রশ্ন করা হবে। প্রশ্ন সম্পূর্ণ উচ্চ মাধ্যমিকের পাঠ্য বইয়ের সিলেবাস থেকে তৈরি করা হবে। ইউনিট-২ মানবিক বিভাগে বাংলা ও ইংরেজি বিষয়ে মোট ৪ নম্বরের ৬টি প্রশ্ন এবং বাংলাদেশ ও সমসাময়িক বিশ্বের শিল্প-সাহিত্য অথবা আর্থ-সামাজিক বিষয়ে বাংলা অথবা ইংরেজিতে সীমিত সংখ্যক বাক্য লিখতে হবে। ইউনিট-৩ বাণিজ্য শাখায় হিসাব বিজ্ঞান, ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা, ব্যবসায় নীতি ও প্রয়োগ এবং গাণিতিক বুদ্ধিমত্তায় ৬টি করে মোট ২৪ নম্বরের প্রশ্ন এবং ভাষাজ্ঞান বিষয়ে সমসাময়িক ব্যবসা ও অর্থনীতি সংক্রান্ত বিষয়ে বাংলা ও ইংরেজিতে সীমিত সংখ্যক বাক্য লিখতে হবে। তবে সংগীত, চারুকলা, নাট্যকলা ও ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে সম্মিলিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। শুধু বিষয়ভিত্তিক ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা সংশ্লিষ্ট বিভাগ কর্তৃক নেয়া হবে এবং পরীক্ষার ধরন বিভাগই ঠিক করবে।

ভর্তি পরীক্ষার সামগ্রিক বিষয়ে জানতে চাইলে জবি উপাচার্য ড. মীজানুর রহমান মানবকণ্ঠকে বলেন, এবার আমাদের ভর্তি পরীক্ষার সামগ্রিক বিষয়টি নিজস্ব পদ্ধতিতে ঢেলে সাজানো হয়েছে। পরীক্ষার খাতা মূল্যায়নের বিষয়টিও খতিয়ে দেখার জন্য একটি খাতা একাধিক পরীক্ষক দ্বারা পর্যবেক্ষণ করা হবে। যাতে কেউ দুর্নীতির সুযোগ না পায়। এ ছাড়া সম্পূর্ণ ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে নেয়া হবে।

রেজিস্ট্রার ও প্রকৌশলী ওহিদুজ্জামান বলেন, গত জুলাই মাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৪৪তম অ্যাকাডেমিক কাউন্সিল সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি পরীক্ষাসহ সব পরীক্ষায় এমসিকিউ পদ্ধতি বাতিল করা হয়েছে। ফলে এবার ভর্তি পরীক্ষাসহ সব ধরনের পরীক্ষা লিখিত পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এবার ৩টি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিট-১ (বিজ্ঞান শাখা)-৮২৫টি, ইউনিট-২ (মানবিক শাখা)- ১,২৭০টি, ইউনিট-৩ (বাণিজ্য শাখা)- ৫২০টি এবং বিশেষায়িত ৪টি বিভাগসহ (সংগীত, চারুকলা, নাট্যকলা এবং ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগ-মোট ১৫০টি) সর্বমোট ২ হাজার ৭৬৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সূত্র: মানবকন্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়