শিরোনাম
◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েলের ফসফরাস বোমা হামলা

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০১৮, ০৪:৩৭ সকাল
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০১৮, ০৪:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তর-পূর্ব ভারতের সঙ্গে বাংলাদেশের পর্যটন বাড়াতে গুয়াহাটিতে বৈঠক

মাছুম বিল্লাহ: ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে বাংলাদেশের পর্যটন সম্প্রসারিত করতে আসামের গুয়াহাটিতে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গুয়াহাটিতে নিযুক্ত বাংলাদেশের সহকারি হাই কমিশনার ড. শাহ মোহাম্মদ তানভির মনসুর আসামে সদ্য নিযুক্ত রাজ্য সচিব অলক কুমারের সঙ্গে সাক্ষাতে এ বিষয়টি নিয়ে আলোচনা করেছেন।

বৃহস্পতিবার সকালে আসামের রাজ্য সচিবালয় জনতা ভবনে এই দুই কর্মকর্তার বৈঠক হয়। দুজন একে অপরকে গামছা ও ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া ভারতীয় সৈনিকদের স্বরণের মাধ্যমে এই বৈঠক শুরু হয়। উষ্ণ পরিবেশে দুজন বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় বিশেষত যোগাযোগ খাত নিয়ে আলোচনা করেন।

বাংলাদশের সহকারী হাই কমিশনার বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল (বিবিআইএন) মোটর ভেহিক্যাল অ্যাগ্রিমেন্ট (এমভিএ) গঠনে সক্ষম হওয়ায় বাংলােেশর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আকুণ্ঠ প্রশংসা করেন।

বাংলাদেশে ও ভারতের কর্মকর্তাদের মধ্যে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ঢাকা-গুয়াহাটি বিমান যোগাযোগ নিয়েও এই দুই কর্মকর্তার আলোচনা হয়। শ্যামলী পরিবহণের মাধ্যমে চলা ঢাকা-গুয়াহাটি বাস যোগাযোগের আওতা বৃদ্ধির ব্যাপারেও দুই কর্মকর্তা তাগিদ দেন।

বাংলাদেশের সাথে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর পর্যটন বাড়াতেও আলোচনা হয় দুই কর্মকর্তার। আসামের এই সর্বোচ্চ আমলাকে ড. তানভির আসাম কাস্টমসের কাজ আরো সহজ করার অনুরোধ জানান।

এসময় ড. তানভিরের সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ মিশনের কর্মকর্তা ওয়াহিদুজ্জামান মামুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়