শিরোনাম
◈ মালদ্বীপ থেকে সব সেনা সরিয়ে নিয়েছে ভারত ◈ গাজায় বোমা হামলা, চার ইসরায়েলি সেনা নিহত ◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০১৮, ০৮:০৯ সকাল
আপডেট : ২৮ আগস্ট, ২০১৮, ০৮:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কণ্ঠশিল্পী সামিনা চৌধুরীর জন্মদিনে ঘরোয়া আয়োজন

বিনোদন ডেস্ক: আজ জনপ্রিয় কণ্ঠশিল্পী সামিনা চৌধুরীর জন্মদিন। ২৮ আগস্ট দিনাজপুর নানা বাড়িতে তিনি জন্ম গ্রহণ করেন। তার বাবা বিখ্যাত সঙ্গীত ব্যক্তিত্ব প্রয়াত মাহমুদুন নবী। সাধারণত নিজের জন্মদিনে কোনো কাজই রাখেন না সামিনা চৌধুরী। ঘরোয়া আয়োজনে সোমবার দিনগত রাতে জন্মদিনের কেক কেটেছেন এই সঙ্গীত তারকা। বোন ফাহমদা নবী, ভাই সহ অনেকেই উপস্থিত ছিলেন সেখানে। সেই সঙ্গে জমিয়ে আড্ডা দিয়েছেন পরিবারের সবার সঙ্গে।

এদিকে সামিনা চৌধুরীকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে অনেকেই স্ট্যাটাস লিখেছেন। জন্মদিনেই কানাডায় উড়াল দেবেন সামিনা। এই শিল্পীর পারিবারিক সূত্রে এই তথ্য জানা গেছে।

সামিনা চৌধুরীর বোন সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী ফেসবুকে লিখেছেন, আজ সুমার, সবার প্রিয় সামিনা চৌধুরীর জন্মদিন। এই শুভ তিথিতে সুমার জন্য অনেক শুভকামনা ও দোয়া রইলো। আরও ভালো ভালো গান উপহার যেন দিতে পারে শ্রোতাদের। মানুষের ভালোবাসা সব সময় পেয়ে এসেছি আমরা। এই শ্রেষ্ঠ উপহার যেন আজীবন পায় এবং সুস্থ্যৗ থাকে আল্লাহতাআলার কাছে এই প্রার্থনা করি।’

সঙ্গীতশিল্পী হিসেবে জন্ম হয়েছিল ‘জন্ম থেকে জ্বলছি মাগো’ চলচিত্রের গানের মাধ্যমে। ওস্তাদ মোশাদ আলীর হাতে হাতেখড়ি এই শিল্পীর যাত্রা ‘নতুন কুঁড়ি’ দিয়ে। ফাগুনের রূপকথা নাটকে।

বেতারের অনেক নাটকে অভিনয় করেছেন তিনি। ওই সময় জুলিয়েট-সিজার নাটক করেছিলেন ১২ অথবা ১৩ বছর বয়সে। রেডিওতে নিয়মিত ‘ছোটদের খবর’ পড়তেন। পুরস্কার ক্যারিয়ারের শুরুতে দু’বার পেয়েছেন ‘বাচসাস’ পুরস্কার।

১৯৮১ সালে আলাউদ্দিন আলীর সুরে ‘জন্ম থেকে জ্বলছি’ এবং আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুরে ‘নয়নের আলো’ সিনেমায় গান গেয়ে পেয়েছেন সম্মাননা পুরস্কার। ‘রানি কুঠির বাকী ইতিহাস’ ছবির ’আমার মাঝে নেই এখন আমি’ গানের জন্য শ্রেষ্ঠ গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ২০০৬ সালে।

সামিনা চৌধুরী ও ফাহমিদা নবী দেশের কিংবদন্তি সঙ্গীতকার মাহমুদুন্নবীর মেয়ে। বাবার হাত ধরেই এই দুজনের সঙ্গীতের হাতেখড়ি। মাহমুদুন্নবীর গাওয়া অসংখ্য কালজয়ী গান থেকে সম্প্রতি নির্বাচিত কয়েকটি গানে কণ্ঠ দিয়েছেন তার দুই কন্যা ফাহমিদা নবী ও সামিনা চৌধুরী।

মাহমুদুন্নবী স্মরণে অডিও অ্যালবাটির নাম রাখা হয়েছে ‘আমার গানের প্রান্তে’। এই অ্যালবামটিতে গান রয়েছে ১০টি। এবারের ঈদ উপলক্ষে অ্যালবামটি প্রকাশ হয়েছে। সূত্র : আর টিভি

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়