শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট পড়েছে ৬০.৭ শতাংশ ◈ তীব্র তাপদাহে স্কুল খোলার সিদ্ধান্ত গণবিরোধী: বিএনপি ◈ রোহিঙ্গা সংকট মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-থাইল্যান্ড: পররাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী ◈ বিএনপি দিনের আলোতে রাতের অন্ধকার দেখে: ওবায়দুল কাদের ◈ উপজেলা নির্বাচনে হার্ডলাইনে বিএনপি, ৭৩ নেতা বহিষ্কার ◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন 

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০১৮, ০৬:০১ সকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০১৮, ০৬:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাউখালীতে নানা আয়োজনে পালিত হল জাতীয় শোক দিবস

সৈয়দ বশির আহম্মেদ, কাউখালী প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস।

দিনটি উপলক্ষে বুধবার সকাল থেকে কাউখালী মুজিব চত্বরে শোকাহত মানুষের ঢল নামে। সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে মুজিব চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, ছাত্রলীগ বিভিন্ন রাজনৈতিক দল, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ।

এরপর এক মিনিট নিরবতা পালন শেষে শহরে শোক র‌্যালি বের করা হয়। র‌্যলিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে গিয়ে শেষ হয়।

পরে মুক্তিযোদ্ধা হলরুমে আলোচনা সভায় সহকারী কমিশনার (ভুমি) মো. সাইফুদ্দীন গিয়াসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কামরুজ্জামান মিঠু, ওসি মোঃ কামরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহ মো. কাইয়ুম, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, স্বেচ্ছা সেবকলীগের সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিল্টন, মুক্তিযোদ্ধা আঃ জিয়াদ, ছাত্রলীগের সভাপতি মো. মৃদুল আহম্মেদ সমুন, সাধারণ সম্পাদক তৌকির আহম্মেদ সীমান্ত প্রমুখ।

আলোচনা শেষে চিত্রাঙ্কণ ও রচনা প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়