শিরোনাম
◈ মুগদায় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় কিশোর নিহত ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা ◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

প্রকাশিত : ৩০ জুলাই, ২০১৮, ০৭:২৫ সকাল
আপডেট : ৩০ জুলাই, ২০১৮, ০৭:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রত্যাশা, অভিযোগ ও পাল্টা অভিযোগের মধ্য দিয়ে ভোট গ্রহণ চলছে

সোহেল রহমান: প্রত্যাশা, অভিযোগ ও পাল্টা অভিযোগের মধ্য দিয়ে তিন সিটি কর্পোরেশনে ভোট গ্রহণ চলছে। তিন সিটি কর্পোরেশনেই সরকারি দলের মেয়র প্রার্থীরা ভোট গ্রহণ সুষ্ঠুভাবে চলছে- এমন দাবির পাশাপাশি বিজয়ী হওয়ার প্রত্যয় ব্যক্ত করে আসছেন। এর বিপরীতে তিন সিটি কর্পোরেশনেই কোনো কোনো ভোট কেন্দ্রে ভোট গ্রহণ নিয়ে বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ তুলেছেন বিএনপিসহ অন্যান্য দলের প্রার্থী ও সমর্থকরা। ইতোমধ্যেই বিভিন্ন অনিয়মের অভিযোগে বরিশালে বিএনপি ও ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ভোট বর্জন করেছেন বলে জানা গেছে।

স্থানীয় সংবাদদাতাদের পাঠানো তথ্য ও একাধিক অনলাইন নিউজ পোর্টাল-এর সংবাদ অনুযায়ী, নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগে বরিশালে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন প্রথমে ইসলামী আন্দোলনের ‘হাতপাখা’ প্রতীকের প্রার্থী। এর ঘন্টা খানেক পর একই সিটি কর্পোরেশনের নির্বাচন বর্জনের ঘোষণা দেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মজিবর রহমান সারোয়ার। বরিশাল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে অর্ধ-শতাধিক কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তুলেন তিনি।

‘জাতীয় পার্টি, বাংলাদেশের বমিউনিস্ট পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের প্রার্থীরাও নির্বাচন বর্জনের ঘোষণার সঙ্গে একমত’ এমন দাবি করে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘১৯৯১ সাল থেকে আমি চারবার এমপি নির্বাচিত হয়েছি। কিন্তু এমন ভোট আমি আর দেখি নাই।’

এছাড়া বরিশালের বিভিন্ন ভোট কেন্দ্র থেকে অন্যান্য প্রার্থীর পোলিং এজেন্টদের বের করে দেওয়ার প্রতিবাদ করায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের মেয়র প্রার্থী ডা. মনীষা চক্রবর্তীর ওপর ক্ষমাসীন দলের সমর্থকরা চড়াও হয়েছেন বলে অভিযোগ ওঠেছে।
অপর দুই সিটি কর্পোরেশনের প্রার্থীদের কেউই এখন পর্যন্ত ভোট বর্জনের ঘোষণা না দিলেও প্রায় একই ধরনের অভিযোগ তুলছেন বিএনপিসহ অনান্য দলের প্রার্থীরা। সিলেটে বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী বিভিন্ন কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেওয়া এবং ভেটি সুষ্ঠু না হওয়ার অভিযোগ তুলেছেন।

এ বিষয়ে জানতে চাইলে সিলেটে ভোট দিতে আসা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত স্থনীয় সাংবাদিকদের বলেন, ‘বিএনপির আসলে কোনো লোকজনই নেই। সেই জন্য তারা এজেন্ট পায়নি। এখন মিথ্যাচার করছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়