শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৪ জুলাই, ২০১৮, ০৩:৪৮ রাত
আপডেট : ২৪ জুলাই, ২০১৮, ০৩:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সত্য-মিথ্যার হিন্দু বৃদ্ধি

মাসুদ কামাল: বাংলাদেশে হিন্দু কমছে এমন কথা বহু বছর ধরে শুনে আসছি। কিছু হিন্দু যে দেশ ত্যাগ করে ভারতে চলে যাচ্ছেন না, এমন দাবি করা যাবে না। আমার বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায়। জনসংখ্যার বিবেচনায় এটি একটি হিন্দু প্রবণ এলাকা। একসময় এখানে হিন্দু জমিদাররা ছিলেন। এখানকার বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট বা বাজারের নাম দেখলেই অতীত ওই ঐতিহ্যের বিষয়টি স্পষ্ট হয়ে উঠে। দেশ স্বাধীন হওয়ার পর এখান থেকে অনেক হিন্দুকে সপরিবারে আমি ভারতে চলে যেতে দেখেছি। আমার বন্ধু বান্ধবদের মধ্যেও অনেকে তাদের পরিবারের সঙ্গে গেছে। অভিজ্ঞতা থেকে বলতে পারি, অন্তত আমাদের এলাকা থেকে কেউ বিতাড়িত হয়ে যাননি। যারা গেছেন- কিছুটা লোভে পড়েই গেছেন, ‘স্বজনদের’ মাঝে নতুন জীবনের আশায় ‘ওপার’ গেছেন।

তারপরও মুক্তগাছা পৌরসভা এলাকায় এখনো প্রচুর সংখ্যক হিন্দু আছেন। কেবল আছেন না, রীতিমতো দাপটের সঙ্গেই আছেন। তবে কিছু কিছু জায়গায় হয়তো এর উল্টা চিত্রও রয়েছে। সে রকম কথা মাঝে মধ্যে শুনি। নানা অত্যাচারের কারণে তারা নাকি ভারতে চলে যেতে বাধ্য হয়েছেন। এই চিত্রটি ব্যক্তিগতভাবে আমার অচেনা হলেও, অস্বীকারই-বা করি কি করে? কারণ, এই বক্তব্যের সমর্থনে নানা সময়ে বেশকিছু পরিসংখ্যানও দেওয়া হয়। বলা হয়ে থাকে, দেশ বিভাগের পরপর, ১৯৫১ সালে এই ভূখ-ে মোট জনসংখ্যার ২২ শতাংশের মতো হিন্দু ছিল। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সেটা দাঁড়ায় ১৪ শতাংশ। গত চার দশকে কমতে কমতে ২০১০ সালে সেটা ৮ শতাংশে নেমে যায়। এই সময়েই এমন কথা উচ্চারিত হতে থাকে যে, এখানকার মুসলমানদের অত্যাচারেই নাকি সব হিন্দুরা দেশ ছেড়ে ভারতে চলে যাচ্ছে।

এমন সব চিত্রের বিপরীতে গেল সপ্তাহে পাওয়া গেল নতুন এক তথ্য- বাংলাদেশে নাকি হিন্দুর সংখ্যা বাড়ছে। কেবল সংখ্যাই নয়, শতাংশের হিসাবেই বাড়ছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ তাদের রাজ্যসভায় গত বৃহস্পতিবার দিয়েছেন এই তথ্য। বলেছেন, ২০১০ সালে বাংলাদেশে হিন্দু ছিল ৮ দশমিক ৪ শতাংশ, আর ২০১৭ সালে বেড়ে হয়েছে ১০ দশমিক ৭ শতাংশ। শতাংশের হিসাবটা ঠিক বুঝতে পারছি না। যদি কেবল সংখ্যায় বাড়ত তাহলে বুঝতাম নতুন করে আর কেউ এ দেশ থেকে ভারতে যাচ্ছে না, এবং পাশাপাশি যারা আছে তাদের ছেলেপুলে হচ্ছে, তাই সংখ্যা বাড়ছে। কিন্তু শতাংশের হিসাবে বাড়ল কি করে? তাহলে কি এই কয় বছরে হিন্দুদের বংশবৃদ্ধি মুসলমানদের চেয়ে কয়েকগুণ বেশি হয়েছে? তা কি করে হয়! নাকি বিপুল সংখ্যাক হিন্দু বাইরে থেকে এখানে এসেছে?

সুষমা স্বরাজ এই হিসাবটা দিয়েছেন বাংলাদেশ থেকে পাওয়া তথ্য থেকে। তাহলে আমাদের পরিসংখ্যান বিভাগ কি ভুল তথ্য দিল? ভারতকে খুশি করতে বানিয়ে বানিয়ে মিথ্যা ফিগার জানাল? সরকারের পরিসংখ্যান বিভাগ এরকম করে নাকি? তাহলে সরকার যে কদিন পরপর অর্থনৈতিক উন্নয়নের বিস্ময়কর সব তথ্য দেন, যেগুলো নিয়ে বিশ্বব্যাংকসহ অনেক আন্তর্জাতিক সংস্থাই সন্দেহ প্রকাশ করে, সেগুলোও কি ওই পরিসংখ্যান বিভাগেরই সরবরাহকৃত?

শত বছর আগে মার্কিন সাহিত্যিক মার্ক টোয়েন পরিসংখ্যান নিয়ে একটা মজার কথা বলেছিলেন। তার ভাষায় মিথ্যা তিন ধরনের- মিথ্যা, সর্বৈব মিথ্যা এবং পরিসংখ্যান। (There are three kinds of lies: lies, damned lies, and statistics) . হিন্দু বৃদ্ধির বিষয়টি কি সত্য, নাকি মিথ্যা? সত্য হলে, কিভাবে? আর মিথ্যা হলে তিন ধরনের মধ্যে কোনটি?
লেখক : সিনিয়র নিউজ এডিটর, বাংলাভিশন

  • সর্বশেষ
  • জনপ্রিয়