শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২২ জুলাই, ২০১৮, ০৬:৩১ সকাল
আপডেট : ২২ জুলাই, ২০১৮, ০৬:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বলপেনের খাপে ছিদ্র থাকে কেন?

ডেস্ক রিপোর্ট : আমরা সাধারণত দেখে থাকি বলপেনের খাপে ছিদ্র থাকে। আপনি কখনো খেয়াল করেছেন কি, আপনার বলপেনের খাপে ছোট্ট একটি ছিদ্র রয়েছে। কিন্তু কেন এই ছিদ্র রাখা হয়। এর কারণ অবাক করার মত। এর পেছনেও রয়েছে বিজ্ঞান। জেনে নিন কার্যকারণ।

অনেকে ধারনা কলমের কালি হয়তো শুকিয়ে যায় তাই হয়তো খাপে ছিদ্র থাকে। কিন্তু এটা ভুল ধারণা। কেননা, বলপেনের খাপের ডগায় ছিদ্রের জন্য আক্ষরিক অর্থেই কালি শুকিয়ে যায়। যার ফলে, প্রতিবার খাপ থেকে পেন বের করে লেখার সময়ে গোড়ার দিকে একটু সমস্যা হতে পারে।

অনেকেই মনে করে থাকে, বলপেন উৎপাদনকারী সংস্থাগুলি ইচ্ছাকৃতভাবে এই কাণ্ড করে যাতে লোকে আরও বেশি করে পেন কেনে।

আর একটি ব্যাখ্যায় বলা হয়েছিল, প্রতিবার পেন খোলা এবং বন্ধ করার সময়ে খাপের ভিতরে হাওয়া ঢোকে। সেই হাওয়ার চাপে ভারসাম্য আনতে এই ব্যবস্থা। যাতে কোনওভাবেই খাপটি শক্ত করে এঁটে না বসে।

আসল কারণ কী? একটু ফিরে যাওয়া যাক অতীতে। বলপেনের খাপে ছিদ্র ব্যবহার প্রথম শুরু করে বিক ক্রিস্টাল সংস্থা। বলা হয়, এই সংস্থাই প্রথম বলপয়েন্ট পেন আনে। সে দাবি সত্য কি না, তা অন্য প্রশ্ন।

এই ফুটো রাখার নেপথ্য রয়েছে একটি বদভ্যাস। অনেকেই খাপটি পেনের উল্টো দিকে লাগিয়ে চিবোতে থাকেন। বিশেষ করে বাচ্চারা তো বটেই। এতে অনেক ক্ষেত্রে ঢাকনা গিলে বিপত্তি ঘটেছে। এই ফুটো রাখার কারণ হল, ঢাকনা বা খাপ গিলে ফেললেও, শ্বাস-প্রশ্বাস আটকাবে না। ওই ফুটো দিয়ে অক্সিজেন ঢুকতে থাকবে। ফলে মৃত্যুর সম্ভাবনা কমবে। দেখা গেছে, ফলও মিলেছে একেবারে হাতেনাতে।
সূত্র : অমৃতবাজার পত্রিকা

  • সর্বশেষ
  • জনপ্রিয়