শিরোনাম
◈ লটারিতে নির্ধারিত ৬৪ জেলার এসপি: সুষ্ঠু নির্বাচনে সরকারের নতুন উদ্যোগ ◈ মোহাম্মদপুরে ছেলেকে কুপিয়ে হত্যা, বাবা গুরুতর আহত ◈ জাতীয় অর্থনীতি ও কৌশলগত সম্পদে সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু জনগণের নির্বাচিত সরকারের: তারেক রহমান ◈ হাসিনার সঙ্গে যোগাযোগ সম্পর্কে যা বললেন আইনজীবী পান্না ◈ দক্ষিণ এশিয়ায় জলবায়ু বিপর্যয়ের সতর্কবার্তা: ৯০% বাংলাদেশি উচ্চ ঝুঁকিতে ◈ নতুন আইনে বাতিল হচ্ছে অসংখ্য দলিল, রয়েছে জেল ও অর্থদণ্ড ◈ পুলিশ ভেরিফিকেশন বাতিল: পাসপোর্টের নতুন নিয়মে চমক ◈ আনন্দ বেদনার নারী কাবাডি বিশ্বকাপের পর্দা নাম‌লো ◈ মব ভাইরাসের তাণ্ডবে অতিষ্ট দেশ: ইসলামী বক্তা তাহেরী (ভিডিও) ◈ অনলাইন মার্কেটপ্লেসে নতুন দিগন্ত: অ্যামাজন-ইবে হয়ে রপ্তানির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত : ২১ জুলাই, ২০১৮, ০৬:০৬ সকাল
আপডেট : ২১ জুলাই, ২০১৮, ০৬:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদেশি টি-টোয়েন্টি লিগে মোস্তাফিজের ২ বছরের নিষেধাজ্ঞা

স্পোর্টস ডেস্ক : আগামী দুই বছর বিদেশে কোনো ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রি‌কেটে অংশ নিতে পারবেন না ‘ইনজুরি প্রবণ’ টাইগার কাটার স্পেশালিস্ট মোস্তাফিজুর রহমান।

শুক্রবার (২০ জুলাই) বাংলাদেশ ক্রি‌কেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এ ঘোষণা দিয়েছেন।

আইপিএল ২০১৮-এর আসরে খেলতে গিয়ে বাঁ পায়ের বৃদ্ধাঙ্গুলে চোট পাওয়ায় গত মে মাসে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টিতে অংশ নিতে পারেননি দেশসেরা এই বোলার।

হয়তো তার অনুপস্থিতিতেই ‘পুঁচকে’ আফগানদের সঙ্গেও ন্যূনতম লড়াই করতে ব্যর্থ হয়েছে সাকিব বাহিনী।

সংশ্লিষ্টরা বলছেন, এ জন্যই হয়তো বিসিবি প্রধানের এমন সিদ্ধান্ত।

পাপন বলেন, আমি তাকে বলেছি আগামি দুই বছর সে বিদেশে কোনো টি-টোয়েন্টি লিগে অংশ নিতে পারবে না।

‘এভাবে চলতে পারে না। বিদেশে ফ্র্যাঞ্চাইজি ক্রি‌কেট খেলতে গিয়ে সে দেশের হয়ে খেলা মিস করবে এটা মেনে নেওয়া যায় না।’

আইপিএল আসরে এবারেরটা দিয়ে মোট চারবার ইনজুরিকে আলিঙ্গন করলেন মোস্তাফিজ। প্রথমটি ছিল ২০১৬ সালে। প্রথমবারের মতো আইপিএল খেলে মাস খানেক বাদে ইংল্যান্ডে কাউন্টি খেলতে গিয়ে কাঁধে ব্যথা পান ফিজ।

ওই প্রথম তার শরীরে ইনজুরি হানা দেয়। দ্বিতীয় দফায় তাকে ইনজুরি আলিঙ্গন করে ওই বছরের শেষে নিউজিল্যান্ড সফরে। কোমরে চোট পেয়ে ছিটকে পড়েন সিরিজ থেকে।

এরপর তৃতীয় দফায় ইনজুরিতে পড়েন, গেল বছরের অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সফরে।

স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে ১৪ অক্টোবর অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে বাঁ পায়ের গোড়ালি মচকে যাওয়ায় দেশে ফিরতে হয় মোস্তাফিজকে। সেই চোট কাটিয়ে উঠতে না উঠতেই আইপিএলে আবারো ইনজুরিতে পড়লেন এই বাঁহাতি পেস ওয়ান্ডার। সূত্র : বাংলা নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়