শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ০১ জুলাই, ২০১৮, ১০:৫৮ দুপুর
আপডেট : ০১ জুলাই, ২০১৮, ১০:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘আর্জেন্টিনাকে হারিয়ে শক্তিমত্তা নিয়ে আরও আত্মবিশ্বাসী ফ্রান্স’

তারেক : আর্জেন্টিনার বিপক্ষে ২-১ গোলে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ানো জয়ে নিজেদের শক্তিমত্তা নিয়ে আরও আত্মবিশ্বাসী ফ্রান্স। শেষ ষোলোর ম্যাচ জয়ে খেলোয়াড়দের লড়াকু মনোভাবে দারুণ খুশি দলটির কোচ দিদিয়ের দেশম।

গতবারের ফাইনালিস্টদের বিদায় করার পর ফ্রান্সের কোচ বলেছেন, ‘অনেক অভিজ্ঞ আর্জেন্টিনা দলের বিপক্ষে দারুণ খেললাম আমরা। আমাদের দল কেমন সেটা আমরা দেখালাম। ২-১ গোলে পিছিয়ে পড়ার পর কাজটা সহজ ছিল না। কিন্তু আমরা লড়াই করে গেছি। এই দলের মানসিকতা অসাধারণ।’

ফ্রান্স আর কাউকে ভয় পায় না বিশ্বাস দেশমের, ‘আমি ভীত নই। আমরা আর কিছু ভয় পাই না। যখন দ্বিতীয় গোল (আর্জেন্টিনার) হলো, তখন সেটা ছিল ধাক্কা। সামনে অভিজ্ঞ একটি দল থাকলেও আমি জানতাম সময় যখন আছে, তখন সেটা মোকাবিলা করতে প্রস্তুত ফরাসি দল। বলের দখলে আমরা পিছিয়ে থাকলেও কয়েকটি কাউন্টার অ্যাটাকে আমরা আরও গোল পেতাম মনে করি।’

এই ম্যাচ জিতে আবেগী ফ্রান্সের কোচ, ‘এটা ছিল আবেগের। আমি এই খেলোয়াড়দের নিয়ে খুব খুশি, জিততে পেরে খুব ভালো লাগছে।’ খেলোয়াড়দের উজ্জীবিত পারফরম্যান্স দেখে মুগ্ধ দেশম, ‘এমন ম্যাচের জন্য তারা মাসের পর মাস খেটে প্রস্তুতি নিয়েছে। তাদের জবাব দেওয়ার প্রয়োজন ছিল এবং শক্তিশালী জবাব দিয়েছে। সত্যি হলো এই ম্যাচটা কঠিন ছিল। আমরাও ভুল করেছি কয়েকটি। কিন্তু আর্জেন্টাইনরা একই সঙ্গে বেশি ভুগেছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়