শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ০১ জুলাই, ২০১৮, ১০:৫৮ দুপুর
আপডেট : ০১ জুলাই, ২০১৮, ১০:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘আর্জেন্টিনাকে হারিয়ে শক্তিমত্তা নিয়ে আরও আত্মবিশ্বাসী ফ্রান্স’

তারেক : আর্জেন্টিনার বিপক্ষে ২-১ গোলে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ানো জয়ে নিজেদের শক্তিমত্তা নিয়ে আরও আত্মবিশ্বাসী ফ্রান্স। শেষ ষোলোর ম্যাচ জয়ে খেলোয়াড়দের লড়াকু মনোভাবে দারুণ খুশি দলটির কোচ দিদিয়ের দেশম।

গতবারের ফাইনালিস্টদের বিদায় করার পর ফ্রান্সের কোচ বলেছেন, ‘অনেক অভিজ্ঞ আর্জেন্টিনা দলের বিপক্ষে দারুণ খেললাম আমরা। আমাদের দল কেমন সেটা আমরা দেখালাম। ২-১ গোলে পিছিয়ে পড়ার পর কাজটা সহজ ছিল না। কিন্তু আমরা লড়াই করে গেছি। এই দলের মানসিকতা অসাধারণ।’

ফ্রান্স আর কাউকে ভয় পায় না বিশ্বাস দেশমের, ‘আমি ভীত নই। আমরা আর কিছু ভয় পাই না। যখন দ্বিতীয় গোল (আর্জেন্টিনার) হলো, তখন সেটা ছিল ধাক্কা। সামনে অভিজ্ঞ একটি দল থাকলেও আমি জানতাম সময় যখন আছে, তখন সেটা মোকাবিলা করতে প্রস্তুত ফরাসি দল। বলের দখলে আমরা পিছিয়ে থাকলেও কয়েকটি কাউন্টার অ্যাটাকে আমরা আরও গোল পেতাম মনে করি।’

এই ম্যাচ জিতে আবেগী ফ্রান্সের কোচ, ‘এটা ছিল আবেগের। আমি এই খেলোয়াড়দের নিয়ে খুব খুশি, জিততে পেরে খুব ভালো লাগছে।’ খেলোয়াড়দের উজ্জীবিত পারফরম্যান্স দেখে মুগ্ধ দেশম, ‘এমন ম্যাচের জন্য তারা মাসের পর মাস খেটে প্রস্তুতি নিয়েছে। তাদের জবাব দেওয়ার প্রয়োজন ছিল এবং শক্তিশালী জবাব দিয়েছে। সত্যি হলো এই ম্যাচটা কঠিন ছিল। আমরাও ভুল করেছি কয়েকটি। কিন্তু আর্জেন্টাইনরা একই সঙ্গে বেশি ভুগেছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়