রফিকুল ইসলাম, গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার এনায়েতপুর বাজার সংলগ্ন এলাকায় বুধবার রাতে একটি মাইক্রোবাসের ধাক্কায় সাদা মিয়া (৫০) নামে এক রিক্সা ভ্যানযাত্রী নিহত হয়েছেন। নিহত সাদা মিয়া ওই উপজেলার জামালপুর ইউনিয়নের গয়েশপুর গ্রামের মৃত নজিবুল্যার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানান, এনায়েতপুর বাজার থেকে বুধবার রাত সাড়ে ৮টার দিকে প্রয়োজনীয় কাজ সেরে সাদুল্যাপুর-মাদারগঞ্জ সড়ক ধরে রিক্সাভ্যানযোগে বাড়ি ফিরছিলেন সাদা মিয়া। এসময় গাইবান্ধা থেকে ছেড়ে থেকে আসা মাদারগঞ্জগামি একটি মাইক্রোবাস ওই এলাকায় এসে রিক্সাভ্যানটিকে সজরে ধাক্কা দেয়। এতে সাদা মিয়া রিক্সাভ্যান থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান।