শিরোনাম
◈ ‘বিপ্লব বিক্রি করে দিচ্ছে’: হাসিনার পতনের এক বছর পরও স্বপ্নভঙ্গ বাংলাদেশে ◈ ভাইরাল অডিও: ঘুষ দাবির অভিযোগে এসআই চিরঞ্জীব ৬ ঘণ্টায় প্রত্যাহার ◈ কারফিউ, পথে পথে কাঁটাতারের বেড়া, ৫ই অগাস্ট ঢাকার সকাল কেমন ছিল? ◈ গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল বন্দরে আমদানি, রফতানি বন্ধ ◈ ড. ইউনূসের ঐতিহাসিক ভাষণ: নির্বাচন ঘোষণা ও ‘জুলাই ঘোষণাপত্র’ আসতে পারে আজই ◈ ঢাকাসহ ৬ অঞ্চলে ঝড়ের আভাস ◈ মরণফাঁদে পরিণত হয়েছে নাইক্ষ্যংছড়ি-ঘুমধুম সড়ক! ◈ প্রথম ফ্লাইট অবতরণ করল শাহজালালের তৃতীয় টার্মিনালে ◈ টপ এন্ড টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ খেল‌তে  অস্ট্রেলিয়ায় যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণের ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ইসি

প্রকাশিত : ২৭ জুন, ২০১৮, ১২:৫০ দুপুর
আপডেট : ২৭ জুন, ২০১৮, ১২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘শাকিব খান ছাড়া সিনেমা বানাবো না’ : মালেক আফসারী

মহিব্বুল হাসান: নির্মাতা মালেক আফসারী অনেক সুপার-ডুপার হিট সিনেমার কারিগর। 'এই ঘর এই সংসার', 'উল্টা পাল্টা',‘আমি জেল থেকে বলছি’, ‘বোমা হামলা’, ‘লাল বাদশা’, ‘রাজা’, এই সকল হিট সিনেমার নির্মাতা মালেক আফসারী। তিনি সিনেমা ছেড়ে বর্তমানে ব্যবসা নিয়ে ব্যস্ত।

সোমবার রাতে মালেক আফসারী তার ফেসবুক ওয়ালে 'আমার ঘর আমিই আউট’ শিরোনাম দিয়ে সিনেমা থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন এমন ধরণের স্ট্যাটাস দেন। এই স্ট্যাটাস উপর ভিত্তি করে যোগাযোগ করা হয় তার সাথে।

যোগাযোগ করা হলে তিনি মুঠোফোনে জানান, 'আমি সিনেমা থেকে দূরে যাচ্ছি না। আমি নতুন ব্যবসা শুরু করছি সেখানে সময় দিচ্ছি। আগামী দুই বছর সিনেমা থেকে দূরে থাকবো। এখন ব্যবসা নিয়ে ব্যস্ত আছি। এই দুই বছর যদি সিনেমা বানানোর কোনো অফার পান তাহলে কি করবেন? এমন প্রশ্নের উত্তরে বলেন, আমি সিনেমা থেকে চলে যাচ্ছি এমন কথা নয়। বিষয়টা হচ্ছে আমি সিনেমাতে কাজ করবো যদি শাকিব খান আমার সিনেমায় কাজ করে। শাকিব ব্যতিত আমি কোনো সিনেমায় কাজ করবো না। আমি বাংলাদেশে সিনেমা নির্মাণ করলে শুধুমাত্র শাকিব খানের শিডিউল পেলেই সিনেমা নির্মাণ করবো। তাছাড়া কোনো সিনেমা আর বানাবো না।

তিনি আরও বলেন, সিনেমা বানাবো শুধুমাত্র শাকিব যদি শিডিউল দেয়। সেক্ষেত্রে প্রযোজককে শাকিবের শিডিউল ম্যানেজ করতে হবে ও আমার সাইনিং মানি হিসেবে দশ লক্ষ টাকা অগ্রিম দিতে হবে। তাহলেই আমি সিনেমা নির্মাণ করবো।

শাকিব খানকে নিয়ে কাজ করবেন অন্য কোনো নায়ক নিয়ে কেন কাজ করবেন না প্রশ্ন করলে উওরে জানান,' মরুভূমিতে আমি গাছ লাগাতে চাই না। মরুভূমিতে গাছ লাগালে তা হয় না, ঠিক তেমন অন্য নায়কদের ক্ষেত্রে। শাকিব একমাত্র নায়ক যাকে নিয়ে কাজ করলে কাজের সফলতা শতভাগ পাবো।'

ব্যবসা সম্পর্কে তিনি বলেন, ' আমি সম্পূর্ণভাবে ব্যবসায় মন দিচ্ছি। ব্যবসা প্রতিষ্ঠানের নাম দিয়েছি 'বউ বাজার'। আগামী মাসে ১তারিখ ঢাকায় এই প্রতিষ্ঠানের উদ্বোধন করবো। আমি দেশের ৬৪ টি জেলায় আমার প্রতিষ্ঠানের শাখা চালু করবো। ঢাকায় উদ্বোধন করার পর আগামী ঈদের পর প্রাথমিক অবস্থায় বগুড়া ও রংপুরে প্রতিষ্ঠানটির শাখা চালু করবো।

গেল বছর মালেক আফসারী পরিচালিত ‘অন্তর জ্বালা’ মুক্তি পেয়েছিল। এই সিনেমার মুক্তির পর পরীমনি প্রযোজনা প্রতিষ্ঠান 'সোনার তরী' থেকে একটি সিনেমা পরিচালনা করার কথা ছিল তার। এই সিনেমায় পরীর বিপরীতে অভিনয় করার কথা ছিল শাকিব খানের।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়