তারিকুল ইসলাম শিবলী, কুমিল্লা: কুমিল্লা নজরুল এ্যাভিনিউ রোডে ট্রমা সেন্টারে অত্যাধুনিক এম আর আই মেশিন উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকেলে নগরীর নজরুল এ্যাভিনিউ রোডে ট্রমা সেন্টারে অত্যাধুনিক এম আর আই মেশিন উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার।
কুমিল্লা ট্রমা সেন্টারের প্রতিষ্ঠিাতা পরিচালক ডা. আব্দুল হক কুমিল্লায় চিকিৎসা সেবায় পরিবর্তন আনতে অত্যাধুনিক ডিজিটাল ব্রডব্র্যন্ডের দ্রুততম ৭০ সেন্টিমিটারের এম আর আই মেশিন স্থাপন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে কুমিল্লা ট্রমা সেন্টারের প্রতিষ্ঠিাতা পরিচালক ডা. আব্দুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজের পরিজালক ডা. মহসিনুজ্জামান, কুমিল্লা সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান, বিএমএর সভাপতি ডা. বাকি আনিসসহ কুমিল্লা বিভিন্ন বিভাগের ডাক্তাররা উপস্থিত ছিলেন।
এম আর আই মেশিন উদ্বোধন কালে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, বিশ্বের দ্রুততম ৭০ সেন্টিমিটারের এই এম আর আই মেশিন স্থাপনে কুমিল্লা চিকিৎসা সেবায় অনেক দূর এগিয়ে যাবে।
তিনি বলেন, ঢাকায়ও এ ধরনের উন্নত মানের এম আই আর মেশিন নেই, তিনি সাধারণ মানুষকে সঠিক সেবা দানের বিষয়ে লক্ষ রাখার আহবান জানান।