শিরোনাম
◈ নাটোরের ১৩ টন গুলির খোসা পাওয়ায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি! ◈ বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধিকে আইএমএফের প্রশংসা ◈ ‘সব সূচকে নাজুক অবস্থায় দেশের অর্থনীতি’ ◈ বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় এডিবি : কান্ট্রি ডিরেক্টর ◈ ক্রিকেটারদের শ্লীলতাহানি দুঃখজনক, ভারতের ভাবমূর্তির জন্য লজ্জার: বি‌সিসিআই ◈ চট্টগ্রাম বন্দরে ট্যারিফ বৃদ্ধি ও বিদেশি অপারেটর নিয়োগে সমালোচনার ঝড় ◈ যুক্তরাষ্ট্র থেকে প্রথমবারের মতো দেশে এলো আমদানি করা প্রায় ৫৭ হাজার টন গম ◈ ন্যায় প্রতিষ্ঠিত হলে রাষ্ট্র দৃঢ় হয়, ব্যর্থ হলে শক্তিশালী রাষ্ট্রও ভেঙে পড়ে: প্রধান বিচারপতি ◈ শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ হতে হবে: তারেক রহমান ◈ দুই দশক পর ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক, নতুন সম্ভাবনায় আশাবাদ দুই দেশ

প্রকাশিত : ২৬ জুন, ২০১৮, ০৯:২৯ সকাল
আপডেট : ২৬ জুন, ২০১৮, ০৯:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লা ট্রমা সেন্টারে অত্যাধুনিক এম আর আই মেশিন উদ্বোধন

তারিকুল ইসলাম শিবলী, কুমিল্লা: কুমিল্লা নজরুল এ্যাভিনিউ রোডে ট্রমা সেন্টারে অত্যাধুনিক এম আর আই মেশিন উদ্বোধন করা হয়েছে।

সোমবার বিকেলে নগরীর নজরুল এ্যাভিনিউ রোডে ট্রমা সেন্টারে অত্যাধুনিক এম আর আই মেশিন উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার।

কুমিল্লা ট্রমা সেন্টারের প্রতিষ্ঠিাতা পরিচালক ডা. আব্দুল হক কুমিল্লায় চিকিৎসা সেবায় পরিবর্তন আনতে অত্যাধুনিক ডিজিটাল ব্রডব্র্যন্ডের দ্রুততম ৭০ সেন্টিমিটারের এম আর আই মেশিন স্থাপন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে কুমিল্লা ট্রমা সেন্টারের প্রতিষ্ঠিাতা পরিচালক ডা. আব্দুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজের পরিজালক ডা. মহসিনুজ্জামান, কুমিল্লা সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান, বিএমএর সভাপতি ডা. বাকি আনিসসহ কুমিল্লা বিভিন্ন বিভাগের ডাক্তাররা উপস্থিত ছিলেন।

এম আর আই মেশিন উদ্বোধন কালে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, বিশ্বের দ্রুততম ৭০ সেন্টিমিটারের এই এম আর আই মেশিন স্থাপনে কুমিল্লা চিকিৎসা সেবায় অনেক দূর এগিয়ে যাবে।

তিনি বলেন, ঢাকায়ও এ ধরনের উন্নত মানের এম আই আর মেশিন নেই, তিনি সাধারণ মানুষকে সঠিক সেবা দানের বিষয়ে লক্ষ রাখার আহবান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়