শিরোনাম
◈ ওসমান হাদি সংকটাপন্ন, বাবার জন্য অবুঝ শিশুর আকুতি জাতীয় নিরাপত্তা প্রশ্নে নতুন আলোচনার জন্ম দিল ◈ তফসিল ঘোষণার পর বিএন‌পি ও জামায়াতসহ রাজনৈতিক দলগুলো কী অবস্থায় আছে?  ◈ নভেম্বর মাসে বিএনপি নেতার ওপর হামলার বিচার হলে হয়তো এ ঘটনা ঘটতো না: সালাউদ্দিন  ◈ আইসিইউতে হাদি, অপরদিকে নলছিটিতে তার বাড়িতে চুরি, তদন্তে পুলিশ ◈ প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ২ প্রতিনিধির  বৈঠক চলছে  ◈ বাংলাদেশি নাবিকসহ তেলবাহী জাহাজ আটক করল ইরান ◈ ইউএনওকে গ্রেপ্তারের হুমকি দিয়ে বিপাকে পড়ে ক্ষমা চাইলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা (ভিডিও) ◈ চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব: বাংলাদেশসহ চার দেশে লেভেল–২ ভ্রমণ সতর্কতা জারি সিডিসির ◈ টেকনাফ সীমান্তে মিয়ানমারের মর্টারশেল–গুলিতে কেঁপে উঠল বসতঘর, আতঙ্কে সীমান্তবাসী ◈ ভোটের রাজনীতিতে পবিবেশ নিয়ে শঙ্কা

প্রকাশিত : ২৫ জুন, ২০১৮, ০৪:৪১ সকাল
আপডেট : ২৫ জুন, ২০১৮, ০৪:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘অবৈধ উপার্জনের লক্ষ্যে ব্যয়বহুল এলএনজি আমদানির পদক্ষেপ নিয়েছে সরকার’

আশিক রহমান : গ্যাসের ধর্ম অনুযায়ী বহুদিন এভাবে মিয়ানমার গ্যাস তুলতে থাকলে আমাদের গ্যাস ব্লকগুলো শূন্য হয়ে যাবে। আর স্থানীয় গ্যাসে উৎপাদিত বিদ্যুৎ উৎপাদন ইউনিট প্রতি এখনো ২ টাকার নিচে। এই টাকায় বিদ্যুৎ উৎপাদন করতে পারলে দেশ স্বনির্ভর হতে পারত। অথচ সরকার এ বিষয়ে পদক্ষেপ না নিয়ে আবারও অবৈধ অর্থ উর্পাজনের লক্ষ্যে ব্যয়বহুল এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানির পদক্ষেপ নিয়েছে। এমন মন্তব্য করেছেন পাওয়ার সেলের সাবেক মহাপরিচালক ও জ্বালানি বিশেষজ্ঞ বি.ডি রহমতউল্লাহ।

আমাদেরসময় ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমদানিকৃত গ্যাসের ক্রয়মূল্য ও পরিবহন ব্যয়সহ প্রতি ইউনিট এলএনজির মূল্য আমাদের উৎপাদিত গ্যাসের মূল্যের চেয়ে তিনগুণ বেশি পড়ে। তাতে বর্তমানে যে প্রতি ইউনিট ৫.৫০ টাকা (কিউবিক মিটার) আমদানি করার পর গ্যাসের মূল্য পড়বে ১৫ টাকা।

এক প্রশ্নের জবাবে এই আমরা জানি, বঙ্গোপসাগরে মিয়ানমার ও ভারতের সঙ্গে সমুদ্রসীমা বিরোধনিষ্পত্তি হওয়ার পর বঙ্গোপসাগরে টেকনাফের দক্ষিণ-পূর্ব বরাবর ব্লক ৯, ১০, ১১ ও ১২। এই চারটি ব্লকে আমাদের প্রচুর সম্ভাবনাময় অফসোর ব্লক পাওয়া সত্ত্বেও এবং আন্তজাতিক সোর্স থেকে পাওয়া বিভিন্ন তথ্য অনুযায়ী ১২-১৩ বিলিয়ন কিউবিক ফিট গ্যাসের মজুত উত্তোলনের আজ পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। কিন্তু এই সমস্ত ব্লকের একই স্ট্রাকচারে মিয়ানমার তার প্রাপ্ত গ্যাস ব্লক থেকে ২০১৬ সাল থেকে প্রচুর গ্যাস উত্তোলন করে চীন ও ভারতে বিক্রি করছে।

তিনি বলেন, খুব সম্প্রতি বিদ্যুৎ মন্ত্রণালয় আয়োজিত সেমিনারে পেপার উপস্থাপনকারী আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞ জ্যাকবসনের তথ্য অনুযায়ী বাংলাদেশে ন্যূনতম ২০ হাজার মেগাওয়াট বায়ু-বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়