শিরোনাম
◈ শতভাগ ফিট না হলে নেইমার-ভিনিসুসদের বিশ্বকাপ খেলা হবে না  ◈ দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের সবচেয়ে বড় শক্তি: তারেক রহমান ◈ আগামী ৮ জুলাই শুরু হ‌বে লঙ্কা প্রিমিয়ার লিগ ◈ জুলাই অভ্যুত্থানে শহীদ–আহতদের জন্য ২,১০৬ কোটি টাকার আবাসন প্রকল্প অনুমোদন, বাস্তবায়ন নিয়ে শঙ্কা ◈ সি‌লে‌টে নয়, ঢাকা পর্ব দি‌য়ে শুরু হচ্ছে বিপিএল ◈ মধ্যরাতে এভারকেয়ার হাসপাতালে বাড়ানো হলো নিরাপত্তা ◈ মোদির শুভেচ্ছায় কৃতজ্ঞতা জানালো বিএনপি ◈ রাঙ্গামাটিতে কয়েক সেকেন্ডের মাঝারি ভূকম্পন অনুভূত ◈ বিদেশে আশ্রয় আবেদনে শীর্ষে বাংলাদেশিরা: বাড়ছে আবেদন, কমছে স্বীকৃতি ◈ মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম অধ্যাদেশের গেজেট প্রকাশ

প্রকাশিত : ২৩ জুন, ২০১৮, ০৩:০৩ রাত
আপডেট : ২৩ জুন, ২০১৮, ০৩:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেগম জিয়া ইউনাইটেড হসপিটালে চিকিৎসা নিতে চান

ইনাম আহমেদ চৌধুরী : বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী এবং একটি জনপ্রিয় রাজনৈতিক দলের চেয়ারপারসন। তাকে এমন একটি পরিত্যাক্ত বাড়িতে রাখা হয়েছে, সে জেলখানাটি একটি নোংড়া পরিবেশে অবস্থিত। সেখানে মশা-মাছিসহ স্যাঁতসেতে পরিবেশ। সে পরিবেশ বেগম খালেদা জিয়ার জন্য থাকার উপযুক্ত পরিবেশ নয়। সেখানে তিনি খুবই অসুস্থ রয়েছেন। তিনি দীর্ঘদিন জেলে আটক থাকায় আরো বেশি অসুস্থ হয়ে পড়েছেন। এখন তিনি আরো অসুস্থ হয়ে পড়েছেন। তাকে আদালতে নিয়ে যাওয়া সম্ভব নয়। বেগম খালেদা জিয়া ৭ ও ৮ জুন অসুস্থ হয়ে জেলখানায় সেন্সলেস হয়ে যান।

আওয়ামী লীগের কিছু নেতাকর্মী কটুক্তি করেছিলেন, বেগম খালেদা জিয়া আসলে সেন্সলেস না হয়ে অভিনয় করেছিলেন। বেগম খালেদা জিয়াকে নিয়ে এমন কটুক্তি করা কখনও ঠিক নয়। তিনি ইউনাইটেড হসপিটালে চিকিৎসা নিতে চান। কারণ, ইউনাইটেড হসপিটালের প্রতি তার আস্থা রয়েছে, সেখানে তিনি ভাল চিকিৎসা পাবেন। এমন চিকিৎসা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হসপিটালে হয় না।

এখানে ভাল চিকিৎসা পাবে না বলে তার প্রতি এমন আস্থা নেই। বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হসপিটালে যে ডাক্তার আছে, তারা রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়ায় রাজনৈতিক বিবেচনায় চিকিৎসা করে। নিজ দলের কর্মী হলে ভাল চিকিৎসা করে, বিরোধী দলের নেতাকর্মীদের ভাল চিকিৎসা করে না। এজন্য বেগম খালেদা জিয়া ইউনাইটেড হসপিটালে চিকিৎসা নিতে চান। সেখানে ডাক্তাররা রাজনৈতিক ভাবে চিকিৎসা করে না।

পরিচিতি :  ভাইস চেয়ারম্যান, বিএনপি/ মতামত গ্রহণ : রাশিদুল ইসলাম মাহিন/ সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়