শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২৩ জুন, ২০১৮, ০৩:০৩ রাত
আপডেট : ২৩ জুন, ২০১৮, ০৩:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেগম জিয়া ইউনাইটেড হসপিটালে চিকিৎসা নিতে চান

ইনাম আহমেদ চৌধুরী : বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী এবং একটি জনপ্রিয় রাজনৈতিক দলের চেয়ারপারসন। তাকে এমন একটি পরিত্যাক্ত বাড়িতে রাখা হয়েছে, সে জেলখানাটি একটি নোংড়া পরিবেশে অবস্থিত। সেখানে মশা-মাছিসহ স্যাঁতসেতে পরিবেশ। সে পরিবেশ বেগম খালেদা জিয়ার জন্য থাকার উপযুক্ত পরিবেশ নয়। সেখানে তিনি খুবই অসুস্থ রয়েছেন। তিনি দীর্ঘদিন জেলে আটক থাকায় আরো বেশি অসুস্থ হয়ে পড়েছেন। এখন তিনি আরো অসুস্থ হয়ে পড়েছেন। তাকে আদালতে নিয়ে যাওয়া সম্ভব নয়। বেগম খালেদা জিয়া ৭ ও ৮ জুন অসুস্থ হয়ে জেলখানায় সেন্সলেস হয়ে যান।

আওয়ামী লীগের কিছু নেতাকর্মী কটুক্তি করেছিলেন, বেগম খালেদা জিয়া আসলে সেন্সলেস না হয়ে অভিনয় করেছিলেন। বেগম খালেদা জিয়াকে নিয়ে এমন কটুক্তি করা কখনও ঠিক নয়। তিনি ইউনাইটেড হসপিটালে চিকিৎসা নিতে চান। কারণ, ইউনাইটেড হসপিটালের প্রতি তার আস্থা রয়েছে, সেখানে তিনি ভাল চিকিৎসা পাবেন। এমন চিকিৎসা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হসপিটালে হয় না।

এখানে ভাল চিকিৎসা পাবে না বলে তার প্রতি এমন আস্থা নেই। বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হসপিটালে যে ডাক্তার আছে, তারা রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়ায় রাজনৈতিক বিবেচনায় চিকিৎসা করে। নিজ দলের কর্মী হলে ভাল চিকিৎসা করে, বিরোধী দলের নেতাকর্মীদের ভাল চিকিৎসা করে না। এজন্য বেগম খালেদা জিয়া ইউনাইটেড হসপিটালে চিকিৎসা নিতে চান। সেখানে ডাক্তাররা রাজনৈতিক ভাবে চিকিৎসা করে না।

পরিচিতি :  ভাইস চেয়ারম্যান, বিএনপি/ মতামত গ্রহণ : রাশিদুল ইসলাম মাহিন/ সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়