শিরোনাম
◈ ইসরায়েল খেললে বিশ্বকাপ ফুটবল বয়কট কর‌বে স্পেন ◈ এ‌শিয়া কা‌পে রা‌তে শ্রীলঙ্কা - আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, লঙ্কান‌দের জয় দেখার অ‌পেক্ষায় বাংলাদেশ  ◈ আওয়মী লীগ বিহীন বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে দিল্লিতে এখন যে সব চিন্তাভাবনা  ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, চেলসিকে হা‌রি‌য়ে বায়ার্ন মিউ‌নি‌খের শুভ সূচনা ◈ কিশোরগঞ্জ সম্মেলনে যাওয়ার জন্য স্থগিতাদেশ উঠিয়ে দিন, না হলে ভিন্ন পথ নেবো, জানালেন ফজলুর রহমান ◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ

প্রকাশিত : ১২ জুন, ২০১৮, ০৫:৪৭ সকাল
আপডেট : ১২ জুন, ২০১৮, ০৫:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোনায় মোড়ানো ব্যাগ নিয়ে স্বপ্ন কুড়াতে রাশিয়ায় নেইমার

স্পোর্টস ডেস্ক: ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে রাশিয়া পৌঁছেছেন ব্রাজিল ফুটবল দল। সোমবার সকালে সোচির ব্ল্যাক-সি রিসর্ট সিটিতে পৌঁছায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। প্রিয় তারকাদের দেখেই উল্লাসে ফেটে পড়েন স্থানীয় ব্রাজিল সমর্থকরা। বিমানবন্দর থেকে বেরিয়ে টিমবাসে ওঠার সময় দারুণ চনমনে মেজাজেই দেখা গেল নেইমার-কুতিনহোদের। ব্রাজিলের সেরা তারকা নেইমারের কাঁধে ছিল সাত শ' পাউন্ড মূল্যের গোল্ড প্লেটেড ব্যাগ, অর্থাৎ সোনায় মোড়ানো। আর তার ওপর খোদাই রয়েছে মা-বাবা সহ গোটা পরিবারের ছবি। তার চোখ-মুখেও ছিল স্বপ্নের সোনালি ঝিলিক। ঠোঁটের কোণের মুচকি হাসিতে পরিষ্কার ফুটে উঠছিল বলিষ্ঠ আত্মবিশ্বাস। টিম বাসে ওঠার আগে নেইমারকে সামনে রেখে গ্রুপ ছবিও তুলতে দেখা যায় কয়েকজন জুনিয়র খেলোয়াড়কে।

দুই সপ্তাহ আগেই দেশ ছেড়েছিল ব্রাজিল দল। ইংল্যান্ডের ক্লাব টটেমহ্যামের মাঠে দুই সপ্তাহের অনুশীলন শেষে লন্ডন থেকে সোজা রাশিয়ায় হাজির হয় ব্রাজিল দল। সেখানে টিম হোটেল সুইসোটেল রিসর্ট সোচি ক্যামেলিয়ায় অবস্থান করছে ব্রাজিল দল। নেইমারদের সাথে একই রিসর্টে রয়েছে পোল্যান্ড দলও। স্পুটনিক স্পোর্টস এরিনায় অনুশীলন করবে পোলিশরা। আর নেইমাররা অনুশীলন করবেন সোচির ইয়োগ স্পোর্টস স্টেডিয়ামে।

আজ মঙ্গলবার থেকে শুরু হবে তিতের শিষ্যদের অনুশীলন। বিশ্বকাপে ১৭ জুন নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন নেইমাররা। ‘ই’ গ্রুপে থাকা ব্রাজিলের বাকি দুই প্রতিপক্ষ হল কোস্টারিকা ও সার্বিয়া।

রাশিয়াগামী বিমানে ওঠার আগে রোববার অস্ট্রিয়ার বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচে ৩-০ গোলে জয়লাভ করে ব্রাজিল। এই ম্যাচেও একটি গোল করে দেশের হয়ে সর্বাধিক গোলের তালিকায় তৃতীয় স্থানে থাকা রোমারিওর পাশে বসেন সদ্য চোট সারিয়ে ওঠা নেইমার। দু’জনেরই গোল সংখ্যা আপাতত ৫৫টি। আর সাতটি গোল করতে পারলেই দ্বিতীয় স্থানে থাকা সিনিয়র রোনালদোর পাশে বসবেন পিএসজি তারকা। তবে নেইমারের চেয়ে এখনও ২২ গোলের ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে রয়েছেন কিংবদন্তি পেলে।

ব্যাগের উপর খোদাই করা মা-বাবা সহ গোটা পরিবারের ছবি
রোমারিওকে স্পর্শ করা নিয়ে নেইমার সাংবাদিকদের বলেন, ‘রোমারিওর কাছে পৌঁছানো এবং ব্রাজিল দলের শীর্ষ গোলদাতাদের তালিকায় থাকাটা আমার কাছে বিরাট সম্মানের ও আনন্দের ব্যাপার। তবে আবারও বলছি, আমি কারোর চেয়ে ভালো হতে চাই না। আমি নিজের মতোই হতে চাই।’

অস্ট্রিয়ার বিপক্ষে দাপুটে জয়ের পর দলের সেরা তারকার প্রশংসায় পঞ্চমুখ ব্রাজিল কোচ তিতে বলেন, ‘আমিও জানি না, নেইমারের চূড়ান্ত সীমানা কোথায়। তার কৌশল ও সৃষ্টিশীলতা সত্যিই মুগ্ধ করার মতো। আশা করি, বিশ্বকাপে দলকে সামনে থেকেই পথ দেখাবে নেইমার। নয়াদিগন্ত

  • সর্বশেষ
  • জনপ্রিয়