জিয়াউদ্দিন রাজু: আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের নতুন কেন্দ্রীয় কার্যালয় উদ্ধোধন করা হবে বলে জানিয়েছে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এবারের প্রতিষ্ঠা বার্ষিকী বিশেষত্ব রয়েছে। কেননা এবার আওয়ামী লীগ ১০ তলা স্থায়ী ভবনে উঠছে। এই ভবনে মিউজিয়াম, লাইব্রেরী, কনফারেন্স রুম সব থাকবে।
বৃহস্পতিবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির বিশেষ সম্পাদকমÐলীর বৈঠক শেষে তিনি এসব তথ্য জানান।
কাদের বলেন, ৭জুলাই সোহরার্দী উদ্যানে বাংলাদেশের মহাকাশ অভিযান, অস্ট্রেলিয়ার সিডনি থেকে উইমেন্স লিডার শিপ অ্যাওয়ার্ড এবং আসানসোল থেকে ডি-লিট পাওয়া উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা দেবে আওয়ামী লীগ। সেদিনই আবার জি সেভেনে যোগ দিতে দেশের বাইরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ ছাত্রলীগের জাতীয় সম্মেলনের প্রায় মাসখানিক সময় পার হলেও এখন পর্যন্ত ঘোষিত হয়নি কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃত্ব। এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কবে কমিটির দিনক্ষণ হবে তা বলতে পারবো না। নেত্রী এটা পার্সনালি দেখছেন। অনেকের বিরুদ্ধে অভিযোগ আসছে সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। বয়স আছে কিনা, ছাত্রত্ব আছে কিনা সেগুলাও দেখতে হচ্ছে। তবে এতোটুকু বলতে পারি গর্ব করার মতো একটা কমিটি আপনারা দেখতে পাবেন। ঈদের আগে কমিটি দেওয়ার সম্ভবনা রয়েছে কিনা এমন প্রশ্ন এড়িয়ে যান তিনি।
আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন কমিশনের বিধি অনুসরণ করে প্রচারণা চলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকের বৈঠক থেকে। এরপর আরও তিনটি সিটি করপোরেশনের নির্বাচনের ডেট চলে এসছে। যারা দায়িত্ব প্রাপ্ত নেতা রয়েছে তারা মনিটরিং করবে এবং কেন্দ্র থেকে একটি মনিটরিং টিম করা হবে। যারা এলাকায় গেলে নির্বাচনী প্রক্রিয়ায় সমস্যা হবে না তারা মাঠে গিয়ে কাজ করবে।
সিলেট, বরিশাল, রাজশাহী এই তিন সিটি করপোরেশনে মনোনয়ন প্রত্যাশীরা আগামী ১৮, ১৯,২০,২১ এই চার দিন ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করার সুযোগ পাবে।
এরপর ২২ জুন প্রধানমন্ত্রীর সরকারি বাস ভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। ঈদের পরপরই এই তিন সিটি করপোরেশনে নৌকার প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে জানান কাদের।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মেজবা উদ্দিন সিরাজ, আবু সাইদ আল মাহমুদ স্বপন, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবাহান গোলাপ এবং উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ অনেকে।