বিনোদন ডেস্ক : কিছুদিন আগে ভিড়ের মধ্যে ১৫ বছরের এক কিশোরের হাতে শ্লীলতাহানির শিকার হন সুস্মিতা সেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ভিড়ের মধ্যে ভক্তদের হাতে প্রায় হেনস্তা হতে যাচ্ছিলেন শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর।নিরাপত্তারক্ষীদের চেষ্টায় শেষ মুহূর্তে রক্ষা পান তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম এবেলা’র খবরে বলা হয়েছে, সম্প্রতি একটি রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় ১০-১৫ বছরের কয়েকজন ছেলেমেয়ে তাকে ঘিরে ধরে। তাদের ভালোবাসা ও উচ্ছ্বাসে প্রথমটায় ভাল লাগলেও, আস্তে আস্তে অস্বস্তি বোধ করতে থাকেন জাহ্নবী। প্রথমে জাহ্নবী কয়েকজনের সঙ্গে হেসে হাত মেলান। কিন্ত পরে তারা জাহ্নবীকে এমনভাবে ছুঁতে থাকে, যার ফলে অভিনেত্রী অস্বস্তি বোধ করেন। অবশেষে দেহরক্ষীরা তাকে সামলে গাড়ি পর্যন্ত নিয়ে যান।
প্রসঙ্গত, জাহ্নবী ‘ধাড়াক’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখতে চলেছেন। এই ছবিতে কাজ করার সময়ই তার মা শ্রীদেবী মারা যান। সূত্র : সমকাল