শিরোনাম
◈ ওবায়দুল কাদের ও সাদ্দাম হোসেনসহ পলাতক ৭ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠনে শুনানি আজ ◈ ইরানে নতুন নেতৃত্বের ইঙ্গিত, খামেনিকে সরানোর কথা বললেন ট্রাম্প ◈ নির্বাচনী দায়িত্ব পালনকারী ব্যাংকারদের পোস্টাল ব্যালট অ্যাপে নিবন্ধনের নির্দেশ ◈ এমআরএ নয়, ক্ষুদ্রঋণ ব্যাংকের লাইসেন্স ও তদারকির দায়িত্বে থাকছে বাংলাদেশ ব্যাংক ◈ বিপিসির এলপিজি প্ল্যান্ট প্রকল্প ঝুলে থাকায় বেসরকারি সিন্ডিকেটের কাছে জিম্মি বাজার, বাড়ছে জনদুর্ভোগ ◈ ২০২৬ বিশ্বকাপ: বাফুফে পাচ্ছে ৩৩০ টিকিট, আবেদন শুরু ◈ গ্রিনল্যান্ড দখল বিতর্কে নতুন মোড়, ইউরোপীয় পণ্যে ট্রাম্পের শুল্ক ঘোষণা ◈ আজ রোববার শেষ হচ্ছে আপিল শুনানি, আট দিনে প্রার্থীতা ফিরে পেল ৩৯৯ জন ◈ বিল্ডিং কোড উপেক্ষায় ভূমিকম্পে প্রাণহানির ঝুঁকি বাড়ছে ঢাকা ও চট্টগ্রামে ◈ এবার মোদি বাংলাতেই বললেন, ‘এই সরকার পাল্টানো দরকার’ (ভিডিও)

প্রকাশিত : ২৩ মে, ২০১৮, ০৩:৩৭ রাত
আপডেট : ২৩ মে, ২০১৮, ০৩:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারও একসঙ্গে আসিফ-কর্নিয়া

আবু সুফিয়ার রতন : গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক এক। গানের শিল্পী এক। ভিডিও পরিচালক এক। প্রযোজনা প্রতিষ্ঠানও এক। শুধু গান, ভিডিওর লোকেশন এবং ভিডিওর গল্পটা ভিন্ন।

হ্যাঁ পাঠক, একটু অবাক করার খবর তো বটেই! আসিফ আকবর-কর্নিয়া জুটির প্রথম গান ‘কি করে তোকে বোঝাই’ প্রকাশিত হয় গত বছর আগস্টের শেষের দিকে। প্রকাশের পর পরই গানটি শ্রোতা মহলে যেমন, ব্যাপক সাড়া ফেলে। তেমনি ভিডিওতে এই জুটির পারফরম্যান্সও ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। আসিফের সঙ্গে জুটি বেঁধে গত বছর কর্র্নিয়া বেশ সফলতাও পান। এবার তারই ধারাবাহিকতায় আবারও নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন এই জুটি। গানের শিরোনাম ‘একবার ছুঁয়ে যা হৃদয়’।

‘কি করে তোকে বোঝাই’ গানটি লিখেছিলেন মেহেদী হাসান লিমন, সুর করেছিলেন নাজির মাহমুদ আর সঙ্গীতায়োজনে ছিলেন মুশফিক লিটু। গানটির ভিডিও নির্মান করেছিলেন সৈকত নাসির। ‘একবার ছুঁয়ে যা হৃদয়’ গানেরও এই গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক এবং ভিডিও নির্মাতা নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। গানটি প্রকাশ করছে যথারীতি ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) ।

‘তুই একবার ছুঁয়ে যা হৃদয়/আমি শুধু তোর আর কারো নয়’ এমন কথার গানটি প্রসঙ্গে আসিফ আকবর বলেন- ‘কি করে তোকে বোঝাই’ গানটি অনেক পছন্দ করেছেন শ্রোতা-দর্শক। গানটির সফলতার পর কর্নিয়ার সঙ্গে আরো দুটি গান করেছি। এর মধ্যে একটি হলো ‘একবার ছুঁয়ে যা হৃদয়’। কর্নিয়ার অনেক ভালো গায়। এ গানটিও সবাই পছন্দ করবেন বলে আমার বিশ্বাস। কর্নিয়া বলেন, আসিফ ভাই , আমার বড় ভাই, তার সঙ্গে কাজ করতে বরাবরই ভালো লাগে। তার কাছ থেকে অনেক উৎসাহ পাই আমি। এবারের গানটিও বেশ ভালো হয়েছে। একটি চমৎকার ভিডিও করা হয়েছে এর।

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, ডিএমএস ঈদ উৎসবে, আগামী ৩১ মে, বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করবে ‘একবার ছুঁয়ে যা হৃদয়’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়