শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৩ মে, ২০১৮, ০২:২১ রাত
আপডেট : ২৩ মে, ২০১৮, ০২:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এটিএম আজম খান সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার : জামায়াত

রফিক আহমেদ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে জামায়াতের রংপুর সাংগঠনিক জেলার আমীর এটিএম আজম খান সরকারের দায়ের করা মিথ্যা মামলায় জামিনের জন্য মঙ্গলবার আদালতে আত্মসমর্পন করেন। তিনি সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। আদালত তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠায়। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

মাওলানা রফিকুল দলের আমীর এটিএম আজম খানকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, তিনি আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে সরকারের দায়ের করা মিথ্যা মামলায় আদালতে আত্ম-সমর্পন করতে গেলেও তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি।

তিনি বলেন, তাকে রাজনৈতিকভাবে হয়রানী করার হীন উদ্দেশ্যেই সরকার তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। আইন ও আদালতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেই তিনি দেশের সুনাগরিক হিসেবে আদালতে আত্ম-সমর্পন করতে গিয়েছিলেন। সেখান থেকে তাকে অন্যায়ভাবে গ্রেফতার করে কারাগারে পাঠানোর ঘটনা অত্যন্ত দুঃখজনক।

তিনি রাজনৈতিক হয়রানি বন্ধ করে অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়