রফিক আহমেদ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে জামায়াতের রংপুর সাংগঠনিক জেলার আমীর এটিএম আজম খান সরকারের দায়ের করা মিথ্যা মামলায় জামিনের জন্য মঙ্গলবার আদালতে আত্মসমর্পন করেন। তিনি সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। আদালত তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠায়। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
মাওলানা রফিকুল দলের আমীর এটিএম আজম খানকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, তিনি আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে সরকারের দায়ের করা মিথ্যা মামলায় আদালতে আত্ম-সমর্পন করতে গেলেও তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি।
তিনি বলেন, তাকে রাজনৈতিকভাবে হয়রানী করার হীন উদ্দেশ্যেই সরকার তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। আইন ও আদালতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেই তিনি দেশের সুনাগরিক হিসেবে আদালতে আত্ম-সমর্পন করতে গিয়েছিলেন। সেখান থেকে তাকে অন্যায়ভাবে গ্রেফতার করে কারাগারে পাঠানোর ঘটনা অত্যন্ত দুঃখজনক।
তিনি রাজনৈতিক হয়রানি বন্ধ করে অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।