শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ২৩ মে, ২০১৮, ০২:২১ রাত
আপডেট : ২৩ মে, ২০১৮, ০২:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এটিএম আজম খান সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার : জামায়াত

রফিক আহমেদ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে জামায়াতের রংপুর সাংগঠনিক জেলার আমীর এটিএম আজম খান সরকারের দায়ের করা মিথ্যা মামলায় জামিনের জন্য মঙ্গলবার আদালতে আত্মসমর্পন করেন। তিনি সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। আদালত তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠায়। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

মাওলানা রফিকুল দলের আমীর এটিএম আজম খানকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, তিনি আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে সরকারের দায়ের করা মিথ্যা মামলায় আদালতে আত্ম-সমর্পন করতে গেলেও তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি।

তিনি বলেন, তাকে রাজনৈতিকভাবে হয়রানী করার হীন উদ্দেশ্যেই সরকার তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। আইন ও আদালতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেই তিনি দেশের সুনাগরিক হিসেবে আদালতে আত্ম-সমর্পন করতে গিয়েছিলেন। সেখান থেকে তাকে অন্যায়ভাবে গ্রেফতার করে কারাগারে পাঠানোর ঘটনা অত্যন্ত দুঃখজনক।

তিনি রাজনৈতিক হয়রানি বন্ধ করে অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়