শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল ◈ তত্ত্বাবধায়ক সরকার প্রধানের বিষয়ে যা জানালেন শিশির মনির ◈ বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার চূড়ান্ত অনুমোদন ◈ ১৯ দিনে প্রবাসী আয় ২ বিলিয়ন ডলার ◈ ডাকসু সদস্য রাফিয়ার বাড়িতে ককটেল নিক্ষেপ, আগুন ◈ জার্মা‌নি‌কে হা‌রি‌য়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালের পথে ভারত

প্রকাশিত : ২৩ মে, ২০১৮, ০২:২১ রাত
আপডেট : ২৩ মে, ২০১৮, ০২:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এটিএম আজম খান সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার : জামায়াত

রফিক আহমেদ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে জামায়াতের রংপুর সাংগঠনিক জেলার আমীর এটিএম আজম খান সরকারের দায়ের করা মিথ্যা মামলায় জামিনের জন্য মঙ্গলবার আদালতে আত্মসমর্পন করেন। তিনি সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। আদালত তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠায়। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

মাওলানা রফিকুল দলের আমীর এটিএম আজম খানকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, তিনি আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে সরকারের দায়ের করা মিথ্যা মামলায় আদালতে আত্ম-সমর্পন করতে গেলেও তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি।

তিনি বলেন, তাকে রাজনৈতিকভাবে হয়রানী করার হীন উদ্দেশ্যেই সরকার তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। আইন ও আদালতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেই তিনি দেশের সুনাগরিক হিসেবে আদালতে আত্ম-সমর্পন করতে গিয়েছিলেন। সেখান থেকে তাকে অন্যায়ভাবে গ্রেফতার করে কারাগারে পাঠানোর ঘটনা অত্যন্ত দুঃখজনক।

তিনি রাজনৈতিক হয়রানি বন্ধ করে অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়