শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২২ মে, ২০১৮, ০৯:৩২ সকাল
আপডেট : ২২ মে, ২০১৮, ০৯:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবন বাঁচানো কী ফরজ?

আমিন মুনশি: সমাজে প্রচলিত একটি কথা রয়েছে ‘জান বাঁচানো ফরজ’। কুরআন হাদীসের আলোকে কথাটি কতটুকু যৌক্তিক এমন প্রশ্ন সৃষ্টির পর বাংলাদেশের দুই শীর্ষ আলেমের মতামত জানতে যোগাযোগ করা হয় দৈনিক আমাদের নতুন সময় এর পক্ষ থেকে। এ প্রসঙ্গে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের ইমাম আল্লামা ফরীদ উদ্দিন মাসঊদ বলেন, ‘কুরআনে ‘জান বাঁচানো ফরজ’ কথাটি সরাসরি আসেনি। এটি ইসলামি ফেকাহবিদদের একটি ফতোয়া। সূরা বাকারার ১৯৫ নম্বর আয়াতে বলা হয়েছে, ‘তোমরা নিজেরা নিজেদের সর্বনাশ করো না’। এই আয়াত থেকে ইসলামিক ফেকাহ বিশেষজ্ঞরা বলেছেন যে, আত্মরক্ষা বা জান বাঁচানো ফরজ।

তবে এ বিষয়ে ইসলামি ফেকাহবিদ ‘শায়খ যাকারিয়্যা ইসলামিয়া রিসার্চ সেন্টারে’র প্রিন্সিপাল মুফতি মিযানুর রহমান সাঈদ বলেন, ‘আল কুরআনে সরাসরি না এলেও কুরআনে এ সংক্রান্ত আয়াতের ব্যাখ্যা থেকে ভারতীয় ইসলামিক স্কলার আল্লামা শাহ ওয়ালি উল্লাহ রহ. বলেছেন, জীবন, মস্তিষ্ক, ধর্ম, ইজ্জত, সম্পদ এই পাঁচ জিনিস রক্ষার্থে মানুষ যে কোনো পন্থা অবলম্বন করতে পারে। হারাম কাজ অবলম্বন করে হলেও। এর জন্য পরে তওবা-ইস্তেগফার, কাফফারা আদায় করে নেবে।

তিনি বলেন, আমাদের সমাজে ‘জান বাঁচানো ফরজ’ বলে যেভাবে অন্যের কল্যাণকামিতা থেকে বিরত থাকা হয়, ইসলামি শরিয়ত এটাকে সমর্থন করে না। কাউকে বিপন্ন বা বিপদগ্রস্থ দেখলে অবশ্যই তার সেবায় ছুটে যেতে হবে। এটা আমাদের সামাজিক দায়িত্ব তো বটেই; ঈমানি দায়িত্বও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়