স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বৃহস্পতিবারের (১৯ জুন) সভায় বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে। যার মধ্যে অন্যতম নতুন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের পরামর্শক কমিটিতে ৩ সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে।
তারা হলেন মো. শাকাওয়াত হোসেন ক্রিকেট ট্যুরিজম–বিষয়ক পরামর্শক, সৈয়দ আবিদ হোসেন সামি ক্রিকেট–বিষয়ক পরামর্শক ও ব্যারিস্টার শায়খ মাহাদি–আইনি পরামর্শক।
এদের মধ্যে বেশ পরিচিত মুখ ক্রিকেট বিশ্লেষক সামি। বেশ কিছু দিন ধরেই দেশের ক্রিকেটে নানাভাবে কাজ করে আসছেন তিনি। ধারাভাষ্যকার, উপস্থাপক হিসেবেও ইতোমধ্যে সুনাম কুড়িয়েছেন।
এদিন বোর্ড সভায় বিপিএল গভর্নিং কমিটির চেয়ারম্যান হিসেবে পরিচালক মাহবুব আনামের নামও ঘোষণা করা হয়েছে। এর আগে বিপিএল চেয়ারম্যান ছিলেন সাবেক সভাপতি ফারুক আহমেদ নিজেই।