শিরোনাম
◈ চালক-যাত্রীদের অনুরোধেও সড়ক ছাড়েননি ছাত্র-জনতা ◈ আজ সন্ধ্যায় দেশে পৌঁছাবে ওসমান হাদির মরদেহ, শনিবার জানাজা ◈ তারেক রহমানের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে যে দুই ইস্যু ◈ যেভাবে বিপ্লবী হয়ে উঠেছিলেন শরিফ ওসমান হাদি ◈ ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষুব্ধ জনতার আগুন-ভাঙচুর (ভিডিও) ◈ শাহবাগে ছাত্র-জনতার বিক্ষোভে যোগ দিলেন নাহিদ-আসিফ (ভিডিও) ◈ হাদির মৃত্যু: চট্টগ্রামে নওফেলের বাড়িতে আগুন-ভাঙচুর ◈ কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলা-ভাঙচুর (ভিডিও) ◈ দেশে ফিরলে তারেক রহমানকে এসএসএফের নিরাপত্তা দেবে সরকার ◈ ‘ভাইয়া আমার বাচ্চাটারে একটু দেইখেন’—বলে কেঁদেছিলেন হাদি (ভিডিও)

প্রকাশিত : ২২ মে, ২০১৮, ০৬:৫৭ সকাল
আপডেট : ২২ মে, ২০১৮, ০৬:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫টি শব্দ মুখস্ত করে টকশোতে বসেন আ.লীগ নেতারা: মাসুদ আহমেদ (ভিডিও)

জান্নাতুল ফেরদৌসী : ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার বলেছেন, আওয়ামী লীগের বন্ধুরা যারাই টকশোতে আসেন (২০১৪ সাল থেকে ২০১৮ পর্যন্ত) উনার ৫টি শব্দ মুখস্ত করে আসেন। সেগুলো হলো গাড়ি পুড়ানো, মানুষ পুড়ানো, অগ্নিসংযোগ, ব্যালট বাক্স ছিনতাই, ভিআইপি বা পুলিশ অফিসারকে আগুন দিয়ে পুড়ানো। এই ঘটনাগুলো ছাড়া অন্য কোনো কথা বলেন না তারা।

বেসরকারি টেলিভিশন ইন্ডিপেনডেন্ট টিভির ‘নির্বাচনের ট্রেন’ নামে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার বলেন, পাতানো নির্বাচনের কোনো অভিজ্ঞতা বিএনপির নেই। পাতানো নিবার্চন এ যাবতকালে যারা করে সরকার গঠন করেছে, যার মধ্যে একটি অভিযোগও বিএনপির বিরুদ্ধে আনতে পারবেন না। একসময় স্বৈরাচার হুসাইন মাহমুদ এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন বিএনপির ও আওয়ামীগ। কিন্তু দেখাগেলো আজকে মাননীয় প্রধানমন্ত্রী অনেক বার বলেছেন স্বৈরাচারের বিরুদ্ধে নির্বাচন হয় না। হঠাৎ করে দেখা গেলো তারা সেই সিদ্ধান্ত পরিবর্তন করেছেন।

তিনি আরো বলেন, প্রত্যেক রাজনৈতিক ময়দানে কেউ না কেউ প্রতিপক্ষ থাকে। যেমন আজকের সংসদে একটি তৈরি করা বিরোধী পক্ষ সত্ত্বেও সরকার কিন্তু মনে করছে তাদেরই বিরোধী দল বিএনপি।

মাসুদ আহমেদ বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রায়ই বলেন নির্বাচনকালীন সহায়ক সরকার যারা হবে, তার মধ্যে বিএনপির আসার কোনো সুযোগ নেই। বিএনপি কিন্তু বলেছে নির্বাচন পরিচালনা যারা করবে নির্বাচনকালীন সময়ে, তারা যেন নিরপেক্ষ ও নির্দলীয় হয়। ২০১৪ সালে নির্বাচনে ভোটাররা নিজের ভোট নিজে দিতে পারেনি। সে কারণেই বর্তমান সরকার অনির্বাচিত সরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়