শিরোনাম
◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক

প্রকাশিত : ২২ মে, ২০১৮, ০৬:৫৭ সকাল
আপডেট : ২২ মে, ২০১৮, ০৬:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫টি শব্দ মুখস্ত করে টকশোতে বসেন আ.লীগ নেতারা: মাসুদ আহমেদ (ভিডিও)

জান্নাতুল ফেরদৌসী : ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার বলেছেন, আওয়ামী লীগের বন্ধুরা যারাই টকশোতে আসেন (২০১৪ সাল থেকে ২০১৮ পর্যন্ত) উনার ৫টি শব্দ মুখস্ত করে আসেন। সেগুলো হলো গাড়ি পুড়ানো, মানুষ পুড়ানো, অগ্নিসংযোগ, ব্যালট বাক্স ছিনতাই, ভিআইপি বা পুলিশ অফিসারকে আগুন দিয়ে পুড়ানো। এই ঘটনাগুলো ছাড়া অন্য কোনো কথা বলেন না তারা।

বেসরকারি টেলিভিশন ইন্ডিপেনডেন্ট টিভির ‘নির্বাচনের ট্রেন’ নামে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার বলেন, পাতানো নির্বাচনের কোনো অভিজ্ঞতা বিএনপির নেই। পাতানো নিবার্চন এ যাবতকালে যারা করে সরকার গঠন করেছে, যার মধ্যে একটি অভিযোগও বিএনপির বিরুদ্ধে আনতে পারবেন না। একসময় স্বৈরাচার হুসাইন মাহমুদ এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন বিএনপির ও আওয়ামীগ। কিন্তু দেখাগেলো আজকে মাননীয় প্রধানমন্ত্রী অনেক বার বলেছেন স্বৈরাচারের বিরুদ্ধে নির্বাচন হয় না। হঠাৎ করে দেখা গেলো তারা সেই সিদ্ধান্ত পরিবর্তন করেছেন।

তিনি আরো বলেন, প্রত্যেক রাজনৈতিক ময়দানে কেউ না কেউ প্রতিপক্ষ থাকে। যেমন আজকের সংসদে একটি তৈরি করা বিরোধী পক্ষ সত্ত্বেও সরকার কিন্তু মনে করছে তাদেরই বিরোধী দল বিএনপি।

মাসুদ আহমেদ বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রায়ই বলেন নির্বাচনকালীন সহায়ক সরকার যারা হবে, তার মধ্যে বিএনপির আসার কোনো সুযোগ নেই। বিএনপি কিন্তু বলেছে নির্বাচন পরিচালনা যারা করবে নির্বাচনকালীন সময়ে, তারা যেন নিরপেক্ষ ও নির্দলীয় হয়। ২০১৪ সালে নির্বাচনে ভোটাররা নিজের ভোট নিজে দিতে পারেনি। সে কারণেই বর্তমান সরকার অনির্বাচিত সরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়