শিরোনাম
◈ ভারত-পাকিস্তান কি পরমাণু বোমা ব্যবহার করতে পারে? রাষ্ট্রীয় নীতিতে যা আছে: আল জাজিরার বিশ্লেষণ ◈ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৫৯২ মামলা ◈ পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান: ডোনাল্ড ট্রাম্প ◈ আমরা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করব: আসিফ নজরুল (ভিডিও) ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শাহবাগে চলছে গণজমায়েত (ভিডিও) ◈ শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মোদি ◈ সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাব ◈ আজ রাত ৮ টায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে ◈ টানা ১৯ দিন ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে ◈ জনগণের বিরুদ্ধে যারা অবস্থান নেয় তারা এমনিতেই বিলীন হয়ে যায়: গয়েশ্বর 

প্রকাশিত : ০৭ মে, ২০১৮, ০৫:৫২ সকাল
আপডেট : ০৭ মে, ২০১৮, ০৫:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাতে সাকিবের হায়দ্রাবাদের মুখোমুখি ব্যাঙ্গালুরু

সুফিয়ান শুভ: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ দিনের একমাত্র ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হবে সাকিব আল হাসানের দল সানরাইজার্স হায়দ্রাবাদ। রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

এখন পর্যন্ত নয় ম্যাচ খেলে সাতটিতে জিতে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। অন্যদিকে, নয় ম্যাচ খেলে তিনটিতে জিতে পয়েন্ট টেবিলে ষষ্ঠ অবস্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

সানরাইজার্স হায়দ্রাবাদ এখন পর্যন্ত যে নয়টি ম্যাচ খেলেছে এই নয় ম্যাচেই একাদশে ছিলেন সাকিব আল হাসান। এই নয় ম্যাচে তিনি ব্যাট হাতে করেছেন ১২৩ রান। আর বল হাতে নিয়েছেন আটটি উইকেট।

সানরাইজার্স হায়দ্রাবাদ একাদশ (সম্ভাব্য): শিখর ধাওয়ান, আলেক্স হেলস, কেন উইলিয়ামসন (অধিনায়ক), মনিশ পান্ডে, সাকিব আল হাসান, ইউসুফ পাঠান, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রশীদ খান, সন্দ্বীপ শর্মা, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কাউল।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (একাদশ): মনন ভোহরা/পার্থিব প্যাটেল (উইকেটরক্ষক), ব্রেন্ডন ম্যাককলাম, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, মন্দ্বীপ শর্মা, কলিন ডি গ্র্যান্ডহোম, মুরুগান অশ্বিন, টিম সাউদি, উমেশ যাদব, যুজবেন্দ্র চাহাল, মোহাম্মদ সিরাজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়