সাইদুল ইসলাম, যুক্তরাজ্য : যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে তিন ভাড়াটিয়া নারীকে ধর্ষণের দায়ে এক বাংলাদেশি বংশোদ্ভুত তরুণকে ১৮ বছরের কারাদন্ড দিয়েছেন অাদালত। মামুন রশীদ (৩০) লন্ডনের বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের বাসিন্দা। একই সাথে সেক্স অফেন্ডার রেজিষ্টারে তার নাম অাজীবন তালিকাভুক্ত রাখারও নির্দেশ দিয়েছেন অাদালত। গত শুক্রবার লন্ডনের উডগ্রীন ক্রাউন কোর্ট মামুনুর রশীদের বিরুদ্ধে এই রায় দেন।
জানা গেছে, মামুন তার বাসার একটি অতিরিক্ত কক্ষ নারীদের কাছে ভাড়া দিয়ে তাদের সাথে জোরপূর্বক যৌন সম্পর্ক স্থাপন করেন। কক্ষ ভাড়া দেবার জন্য স্পেয়ার রুম নামে একটি অনলাইন সাইটে এডভ্যাটাইজমেন্ট দিতেন রশীদ। নারীরা ঘর ভাড়ার জন্য যোগাযোগ করলে তিনি তাদেরকে ঘরে তুলে যৌন সম্পর্কের বিনিময়ে ভাড়া ছাড়াই ঘরে বসবাসের সুযোগের প্রস্তাব দিতেন। অার প্রস্তাবে অস্বীকৃতি জানালে তাদেরকে জোরপূর্বক ধর্ষণ ও শারীরিক নির্যাতন চালাতেন রশীদ। পুলিশকে জানালে মেরে ফেলারও হুমকি দিতেন।
২০১৬ সালের আগস্ট থেকে ২০১৭ সালের মে মাসের মধ্যকার সময়ে তিনি এই ঘটনা ঘটান। ভিকটিম ওই তিন নারী ১৯ থেকে ২৯ বয়সী।