শিরোনাম
◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয় ◈ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩ ◈ দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবর্তনে কূটনৈতিক উদ্যোগে মার খাচ্ছে ভারত ◈ গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন ◈ দিল্লিতে বসে থাকা ‘বোন’ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান: মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি ◈ ভেনেজুয়েলায় মার্কিন হামলা, এবার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া ◈ নির্বাচন সামনে রেখে দেশজুড়ে যৌথবাহিনীর অভিযান শুরু

প্রকাশিত : ০১ মে, ২০১৮, ০৯:৩২ সকাল
আপডেট : ০১ মে, ২০১৮, ০৯:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘চলনবিল হবে তথ্যপ্রযুক্তির মিনি সিঙ্গাপুর’

আবু হোসাইন শুভ : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, চলনবিলে ইকোনমিক হাব স্থাপন করে চলনবিলকে তথ্যপ্রযুক্তির মিনি সিঙ্গাপুরে রূপান্তরিত করতে জননেত্রী শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে।

ডিজিটাল বাংলাদেশের রূপকল্প বাস্তবায়নের লক্ষ্যকে সামনে রেখে সরকার একুশ শতকের উপযোগী দক্ষ মানবসম্পদ গড়ে তুলছে। তারই ধারাবাহিকতায় বিশ্বমানের প্রশিক্ষণের মাধ্যমে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষিত জনবল তৈরি করা হচ্ছে। এ জনবল দ্বারা ২০২১ সালের মধ্যে ৫ বিলিয়ন ডলার অর্জিত হবে।

আর এ ক্ষেত্রে চলনবিল অধ্যুষিত সিংড়া উপজেলা হবে তথ্য প্রযুক্তির মিনি সিঙ্গাপুর। সোমবার দুপুরে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার শেরকোল এলাকায় সিংড়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী পলক বলেন, সারা দেশে ২৮টি হাইটেক পার্ক নির্মিত হচ্ছে যেখানে ২০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান হবে।সিংড়াতে প্রায় ৩০০কোটি টাকা ব্যয়ে হাইটেক পার্ক, ইনকিউবেশন সেন্টার, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ও টেকনিক্যাল স্কুল ও কলেজ প্রতিষ্ঠিত হবে। এগুলো প্রতিষ্ঠানের কাজ সম্পন্ন হলে চলনবিল ইকোনমিক হাবে পরিণত হবে। এখানে সিংড়ায় ২০ হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থান হবে।

উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, গণপূর্ত বিভাগ নাটোরের নির্বাহী পরিচালক জাইদুল ইসলাম, প্রকল্প পরিচালক সালাউদ্দিন, সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, স্থানীয় শেরকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল প্রমুখ।

অনুষ্ঠানে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও উপজেলা এবং পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান-সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে সিংড়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বাস্তবায়নে কাজ করবে গণপূর্ত অধিদপ্তর। সূত্র : মানবজমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়