শিরোনাম
◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে

প্রকাশিত : ০১ মে, ২০১৮, ০৯:৩২ সকাল
আপডেট : ০১ মে, ২০১৮, ০৯:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘চলনবিল হবে তথ্যপ্রযুক্তির মিনি সিঙ্গাপুর’

আবু হোসাইন শুভ : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, চলনবিলে ইকোনমিক হাব স্থাপন করে চলনবিলকে তথ্যপ্রযুক্তির মিনি সিঙ্গাপুরে রূপান্তরিত করতে জননেত্রী শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে।

ডিজিটাল বাংলাদেশের রূপকল্প বাস্তবায়নের লক্ষ্যকে সামনে রেখে সরকার একুশ শতকের উপযোগী দক্ষ মানবসম্পদ গড়ে তুলছে। তারই ধারাবাহিকতায় বিশ্বমানের প্রশিক্ষণের মাধ্যমে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষিত জনবল তৈরি করা হচ্ছে। এ জনবল দ্বারা ২০২১ সালের মধ্যে ৫ বিলিয়ন ডলার অর্জিত হবে।

আর এ ক্ষেত্রে চলনবিল অধ্যুষিত সিংড়া উপজেলা হবে তথ্য প্রযুক্তির মিনি সিঙ্গাপুর। সোমবার দুপুরে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার শেরকোল এলাকায় সিংড়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী পলক বলেন, সারা দেশে ২৮টি হাইটেক পার্ক নির্মিত হচ্ছে যেখানে ২০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান হবে।সিংড়াতে প্রায় ৩০০কোটি টাকা ব্যয়ে হাইটেক পার্ক, ইনকিউবেশন সেন্টার, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ও টেকনিক্যাল স্কুল ও কলেজ প্রতিষ্ঠিত হবে। এগুলো প্রতিষ্ঠানের কাজ সম্পন্ন হলে চলনবিল ইকোনমিক হাবে পরিণত হবে। এখানে সিংড়ায় ২০ হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থান হবে।

উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, গণপূর্ত বিভাগ নাটোরের নির্বাহী পরিচালক জাইদুল ইসলাম, প্রকল্প পরিচালক সালাউদ্দিন, সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, স্থানীয় শেরকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল প্রমুখ।

অনুষ্ঠানে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও উপজেলা এবং পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান-সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে সিংড়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বাস্তবায়নে কাজ করবে গণপূর্ত অধিদপ্তর। সূত্র : মানবজমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়