শিরোনাম
◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, বরুশিয়ার নি‌শ্চিত জয় রুখে দিলো জুভেন্টাস ◈ দূর্গা পুজাতে ভারতে গেল ৮ ট্রাক ইলিশ ◈ এমবাপ্পের দুই পেনাল্টি গোলে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে রিয়াল মাদ্রিদের শুভ সূচনা ◈ যে কারণে শিবির ক্যাম্পাসে জিতছে, সেই কারণেই বিএনপি জাতীয় নির্বাচনে জিততে পারে: দ্য ডিপ্লোম্যাটের নিবন্ধ ◈ টানা দুই হা‌রের পর জ‌য়ে ফির‌লো মেসির ইন্টার মায়ামি ◈ করমর্দন বিতর্কে সুনীল গাভাস্কার - ক্রীড়া এবং রাজনীতি কখনোই আলাদা ছিল না  ◈ সীমানা পুনর্নিধারণ নিয়ে চ্যালেঞ্জের মুখে নির্বাচন কমিশন ◈ বাংলাদেশ-ভারত সম্পর্ক হবে গঠনমূলক ও ভবিষ্যতমুখী: হাইকমিশনার প্রণয় ভার্মা ◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ আইসিসির শাস্তির ভ‌য়ে এশিয়া কাপ বয়কট কর‌ছে না পাকিস্তান

প্রকাশিত : ০১ মে, ২০১৮, ০২:৩১ রাত
আপডেট : ০১ মে, ২০১৮, ০২:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অধিকাংশ শ্রমিক অসন্তোষ ঘটে তৈরি পোশাক শিল্পে

জাফর আহমদ: তৈরি পোশাক শিল্পে সব চেয়ে বেশি শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটে। আর এ অসন্তোষের অধিকাংশই ঘটে বেতন ভাতা ও শ্রমিকের আইনি অধিকারের বঞ্চনা থেকে। এ তথ্য প্রকাশ করেছে শ্রম বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ইনিস্টিটিউট অব লেবার স্টাডিজ। ২০১৭ সালে সারা দেশের শ্রম পরিস্থিতি বিশ্লেষণ করে এ তথ্য প্রকাশ করেছে।

তৈরি পোশাক শিল্পে বঞ্চনা বেশি। শ্রমিকরাও তুলনামূলক বেশি সচেতন। এ কারণে তৈরি পোশাক শিল্পে শ্রমিক অসন্তোষ বেশি বলে স্বীকার করেন এ শিল্পের শ্রমিকরা। তাদের মতে, মালিকরা মুনাফার জন্য যতটা যতœশীল শ্রমিকদের অধিকার নিয়ে ঠিক ততটাই উদাসিন। এ কারণে তৈরি পোশাক শিল্পে শ্রমিক অসন্তোষ বেশি। ইনিস্টিটিউট অব লেবার স্টাডিজের গবেষণার তথ্যে দেখা যায়, ২০১৭ সালে ১৮১টি শ্রম অসন্তোষের ঘটে।

এর মধ্যে ৫৯ শতাংশ তৈরি পোশাক শিল্পে, ২৩ শতাংশ পরিবহন খাতে, বিড়ি কারখানায় ৫ শতাংশ, কৃষি খাতে ৪ শতাংশ এবং চা শিল্প, চিনিকল ও নৌপরিবহন খাতে ৩ শতাংশ করে শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে। এ সব অসন্তোষের ৪০ শতাংশই বেতন ভাতা কেন্দ্রিক। এছাড়া ২৫ শতাংশ শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটে আইনি অধিকার ও বিভিন্ন দাবি-দাওয়া পূরণে মালিক পক্ষের অস্বীকারের কারণে।

এ ছাড়া কারখানা বন্ধ, শ্রমিককে মারধর, শ্রমিক নির্যাতন, ভারটাইমের টাকা না দেওয়া ও ক্ষতিপূরণের টাকা না দেওয়ার কারণে শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে।

এ বিষয়ে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (জিটিইউসি) সভাপতি এ্যাডভোকেট মন্টু ঘোষ বলেন, শ্রমিকের মজুরির বিষয়টি প্রধান। এ ক্ষেত্রেই শ্রমিকরা বঞ্চনার শিকার হয় বেশি। আর এই বেতনের কথা বলতে গিয়েই তাদের সংকটের কথাগুলো বলে। বেতন সময় মত না দেওয়া, যখন তখন যাকে তাকে বের করে দেওয়া, মাস্তান দিয়ে ভয় দেখানো-এ সব হলো শ্রমিককের প্রধান সমস্যা।

তৈরি পোশাক শিল্পে বেশি সমস্যার কারণ হলো এ শিল্পে শ্রমিকরা সচেতনতা ও ট্রেড ইউনিয়ন সম্পর্কে কথা বলা। এ কারণে তৈরি পোশাক শিল্পে শ্রমিক অসন্তোষের ঘটনা বেশি ঘটছে বলে মনে করেন এই শ্রমিক নেতা। তিনি বলেন, অন্যান্য খাতের শ্রমিকরা মুখ বন্ধ করে মালিকের নির্যাতন সহ্য করে বলে অন্যান্য খাতের শ্রমিক অসন্তোষের ঘটনাও কম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়