মাহাদী আহমেদ : ব্রিটিশ রাজ পরিবারে নতুন অতিথি আগমনের চতুর্থ দিন পর বিশ্ববাসীর প্রতিক্ষার অবসান ঘটিয়ে নবজাতকের নাম প্রকাশ করেছেন ব্রিটিশ রাজ দম্পতি প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন। তারা তাদের তৃতীয় সন্তানের নাম রেখেছেন-লুই আর্থার চার্লস।
প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন তাদের নবাগত এ ছেলে সন্তানের নামকরণ করেছেন তাদের প্রয়াত মামা লর্ড লুই মাউন্টব্যাটেনে’র নামে যিনি ১৯৭৯ সালে একটি মাছ ধরার নৌকাতে আইআরএ কর্তৃক স্থাপিত একটি বোমা বিস্ফোরনে নিহত হয়েছিলেন।
তবে রাজ পরিবারের নতুন এ সদস্যের নাম প্রকাশ হওয়ার পর তা নিয়ে শুরু হয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা। কারন ফরাসী রাজবংশে লুইস নামে ১৮ জন রাজা ছিলেন।
ব্রিটিশ রাজ সিংহাসনের ৫ম এ উত্তরাধিকারির নাম জানার জন্য রাজকীয় ব্যক্তিবর্গ ও বাজিকরেরা সমান আগ্রহ নিয়ে অপেক্ষায় ছিলেন।
রাজ পরিবারের নতুন এ সদস্যের নাম নিয়ে যুক্তরাজ্য জুড়ে ১ লাখেরও বেশী বাজি ধরা হয়েছিলো, যেখানে আর্থার এবং অ্যালবার্ট এ দু’টি নামে বেশী বাজি ধরা হয়েছিলো। ডেইলী মেইল