খেলাফত হোসেন খসরু, পিরোজপুর : পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পাড়েরহাটে হাবিবুর রহমান আপন (৩০) নামের এক রাজমিস্ত্রী তার স্ত্রী রিপা (২০) ও শ্বশুর জাহাঙ্গীর ফকিরকে (৫০) কুপিয়ে হত্যা করেছে। বিষয়টি নিশ্চিত করে ইন্দুরকানী থানার ওসি জানান ঘাতক হাবিবুর রহমানকে আটক করা হয়েছে।
তিনি জানান, ঘাতক হাবিবুর রহমান আপন শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার বৈশাখী পাড়ার বাসিন্দা মৃত আলাউদ্দিন সারেংয়ের ছেলে। সে পাড়েরহাটের জাহাঙ্গীর ফকিরের মেয়েকে বিয়ে করে শ্বশুর বাড়ির পাশে একটি ভাড়া বাসায় থাকতেন। বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে হাবিবুর রহমানের সাথে স্ত্রী রিপার ঝগড়া বাধে। এ সময় মেয়ে জামাতার মধ্যের ঝগড়া মেটাতে শ্বশুর এগিয়ে আসলে তার সাথেও হাবিবুর রহমান আপন ঝগড়ায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে হাবিব ঘর থেকে ধারালো দা বের করে স্ত্রী রিপা ও শ্বশুরকে এলোপাতাড়ি কোপায়। আহতদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। পুলিশ ঘাতককে আটক করে থানা হাজতে রেখেছে।