শিরোনাম
◈ ফলকার টুর্ককে অবাঞ্ছিত ঘোষণা করল ভেনেজুয়েলার পার্লামেন্ট ◈ ভোলায় স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ: প্রধান আসামিসহ তিনজন গ্রেপ্তার, অভিযুক্ত নেতারা দল থেকে বহিষ্কৃত ◈ মুরাদনগরে মাদককারবারির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা, একজন গুরুতর আহত ◈ গণঅভ্যুত্থান সরকারের কেউ কেউ ‘লুটপাট’ করে বেহুঁশ হওয়ার দশা: ইশরাক হোসেন ◈ যে কারণে পিআর পদ্ধতি চায় জামায়াত ও ইসলামী আন্দোলন ◈ ‘মেগাস্টার’ শব্দকাণ্ডে বিতর্ক: “আমি মানুষটা ছোট, অন্যকে ছোট করব কীভাবে” — জাহিদ হাসান ◈ এবার পদত্যাগপত্র জমা দিয়েছেন শিল্পকলার চারুকলা পরিচালক ◈ কেশবপুর পৌরসভার  সাবেক মেয়র রফিকুল গ্রেফতার ◈ বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে ৩১৬ কোটি টাকা বেশি রাজস্ব আদায় ◈ পার্বত্য চট্টগ্রামের একশ স্কুলে এবছরই ই-লার্নিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০১৮, ০১:০৯ রাত
আপডেট : ২৭ এপ্রিল, ২০১৮, ০১:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুরো শিক্ষা ব্যবস্থাকে পরীক্ষা ব্যবস্থায় পরিণত করা হয়েছে: আনু মুহাম্মদ

জুবায়ের সানি : বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৬৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত ছাত্র সমাবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, ‘২০১০ সালের শিক্ষানীতি থেকে সম্পূর্ণ সরে গিয়ে পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পরীক্ষা চালু করা হয়েছে। সমগ্র শিক্ষা ব্যবস্থাকে পরিণত করা হয়েছে পরীক্ষা ব্যবস্থায়।

এর ফলে কোচিং ও গাইড বইয়ের চাহিদা বেড়েছে। সরকারের সমর্থক বুদ্ধিজীবীসহ অন্যন্য বুদ্ধিজীবীরা এইসব পরীক্ষা বাতিলের দাবী জানিয়েছে। কিন্তু তারপরেও এই সব পরিক্ষা বাতিল করা হচ্ছে না।

প্রশ্ন ফাঁস নিয়ে আনু মুহাম্মদ বলেন, ‘প্রতিটি পরীক্ষায় প্রশ্ন ফাঁস হচ্ছে। কিন্তু আমাদের শিক্ষামন্ত্রী বলে প্রশ্ন ফাঁস হলে আমি কি করব? আপনার যদি কিছুই করার না থাকে তাহলে আপনি পদত্যাগ করুন।’

ছাত্র ইউনিয়নের সভাপতি জিলানী শুভর সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত ঐ সমাবেশে আরো বক্তব্য রাখেন ড. আবুল মোমেন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিটন নন্দী, সহ-সভাপতি সুমন সেন গুপ্তসহ আরও অনেকে।

সমাবেশে উদ্বোধকের বক্তব্যে ড. আবুল মোমেন বলেন, ‘আমাদের শিক্ষা হচ্ছে নির্জীব শিক্ষা। শিক্ষায় প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থায় শিশুকে প্রাণবন্ত না করে কিভাবে নির্জীব রাখা যায় তার চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। শিশুদের তাদের ইচ্ছে মত কিছু করতে দেওয়া হয়না।’

তিনি আরো বলেন, আমরা সবসময় উন্নায়নের কথা বলি। কিন্তু আমাদের মানসিক ও সামাজিক অবক্ষয় দিন দিন বেড়ে মহামারি আকার ধারণ করেছে। আমরা নিজেদের সুন্দরবন ধংশ করছি, নদী ধংস করছি।’

সমাবেশ শেষে অপরাজেয় বাংলা থেকে এক বণাঢ্য এক র‍্যালী বের হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়