শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০১৮, ০৭:৩৪ সকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৮, ০৭:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তারেক রহমানের দেশে আসা জরুরি না: দুদু

জুয়াইরিয়া ফৌজিয়া: একজন রাজনৈতিক নেতার সাহসিকতার পরিচয় দিতে হবে, এটা সরকার পক্ষ তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেছেন। তবে বিএনপি মনে করছেন তারেক রহমানের আসার যে অবস্থাটা, অত জরুরি না। কারণ পার্টি প্রধান হিসেবে খালেদা জিয়া জেলে গেলে একটি যৌথ নেতৃত্ব কাজ করছে। তাই পার্টি যখনই বলবে তার ফিরে আসা বা প্রত্যাবর্তন দরকার তারেক রহমান তখনই ফিরে আসবে। এ নিয়ে দ্বিমতের কোনো ব্যাপার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু।

একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, হাওয়া ভবন নিয়ে যে সব কথাবার্তা আছে, সেখানে অনেক ক্ষেত্রে আওয়ামী লীগ কোর্টকে ব্যবহার করেছে। কিন্তু এই হাওয়া ভবন নিয়ে একটাও মামলা হয়নি। হাওয়া ভবন থাকাকালে কিন্তু সেন্ট্রাল ব্যাংক লুটপাট হয়নি, সোনালি ব্যাংক লুটপাট হয়নি, শেয়ার বাজার লুটপাট হয়নি। পাশাপাশি হাওয়া ভবন থাকাকালে কিন্তু সাড়ে ৪ লক্ষ হাজার কোটি টাকা যার হিসাব এখন পাওয়া যাচ্ছে না এই প্রশ্নটা কিন্তু তখন উঠে নাই।

দুদু বলেন, তারেক রহমান লন্ডনে আছে কিন্তু তারেকের মা এবং পরিবার বাংলাদেশে আছে। আর স্ত্রী আসতে পারে না হয়তো তার মেয়ের লেখাপড়ার জন্য আসতে পারে না। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রীর ছেলেমেয়ে, বোন, বোনের ছেলেমেয়ে কেউ দেশে থাকে না। হয়তো প্রয়োজনের কারণে দেশে থাকতে পারে না। তাই এই নিয়ে যদি প্রশ্ন তুলি এটা খুব শোভনীয় হবে না। এখন জয় সাহেব যদি সেখানে তার কর্মক্ষেত্রে বড় সময়টুকু কাটান তাহলে সেখানে আপত্তি করারতো কিছু নেই। তারপর শেখ রেহেনার মেয়ে তিনি ব্রিটিশ পার্লামেন্টের একজন সদস্য, সে ওখানে থাকবে ওটা নিয়ে কিন্তু কোনো প্রশ্ন উঠছে না । তাদের প্রশ্ন হচ্ছে তারেক কেন ওখানে আছে।

সূত্র: চ্যানেল আই

  • সর্বশেষ
  • জনপ্রিয়