শিরোনাম
◈ ভিত্তিহীন ও এআই-জেনারেটেড তথ্য নিয়ে বক্তব্য দেওয়ায় দুঃখ প্রকাশ রিজভীর ◈ রোকেয়া পদকজয়ীদের সংবর্ধনায় প্রধান উপদেষ্টা ইউনূস, ওসমান হাদির ওপর হামলায় উদ্বেগ প্রকাশ পদকপ্রাপকদের ◈ আফগানিস্তানকে হারিয়ে যুব এশিয়া কাপে বাংলা‌দে‌শের সুন্দর সূচনা ◈ আমরা যদি ঐক্যবদ্ধ না হই, দেশ ধ্বংস হয়ে যাবে: তারেক রহমান ◈ ওসমান হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন কে এই ফয়সাল? ◈ ওসমান হাদির হামলা নিয়ে ডিএমপি কমিশনারের নামে 'ভুয়া ফটোকার্ড' ছড়ানোর বিষয়ে সতর্কতা ◈ 'ফিরে এসো প্রিয় ওসমান হাদি': আসিফ আকবর ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: ভোটের আট ভাগের এক ভাগ না পেলে জামানত বাজেয়াপ্ত, ইসির পরিপত্র জারি ◈ ওসমান হা‌দির চিকিৎসায় মে‌ডিকেল বোর্ড গঠন, সর্বশেষ যা জানা গেল ◈ তারেক রহমানের দেশে ফেরা ও নিরাপত্তা নিয়ে যা জানালেন সালাহউদ্দিন আহমদ

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০১৮, ০৭:৩৪ সকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৮, ০৭:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তারেক রহমানের দেশে আসা জরুরি না: দুদু

জুয়াইরিয়া ফৌজিয়া: একজন রাজনৈতিক নেতার সাহসিকতার পরিচয় দিতে হবে, এটা সরকার পক্ষ তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেছেন। তবে বিএনপি মনে করছেন তারেক রহমানের আসার যে অবস্থাটা, অত জরুরি না। কারণ পার্টি প্রধান হিসেবে খালেদা জিয়া জেলে গেলে একটি যৌথ নেতৃত্ব কাজ করছে। তাই পার্টি যখনই বলবে তার ফিরে আসা বা প্রত্যাবর্তন দরকার তারেক রহমান তখনই ফিরে আসবে। এ নিয়ে দ্বিমতের কোনো ব্যাপার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু।

একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, হাওয়া ভবন নিয়ে যে সব কথাবার্তা আছে, সেখানে অনেক ক্ষেত্রে আওয়ামী লীগ কোর্টকে ব্যবহার করেছে। কিন্তু এই হাওয়া ভবন নিয়ে একটাও মামলা হয়নি। হাওয়া ভবন থাকাকালে কিন্তু সেন্ট্রাল ব্যাংক লুটপাট হয়নি, সোনালি ব্যাংক লুটপাট হয়নি, শেয়ার বাজার লুটপাট হয়নি। পাশাপাশি হাওয়া ভবন থাকাকালে কিন্তু সাড়ে ৪ লক্ষ হাজার কোটি টাকা যার হিসাব এখন পাওয়া যাচ্ছে না এই প্রশ্নটা কিন্তু তখন উঠে নাই।

দুদু বলেন, তারেক রহমান লন্ডনে আছে কিন্তু তারেকের মা এবং পরিবার বাংলাদেশে আছে। আর স্ত্রী আসতে পারে না হয়তো তার মেয়ের লেখাপড়ার জন্য আসতে পারে না। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রীর ছেলেমেয়ে, বোন, বোনের ছেলেমেয়ে কেউ দেশে থাকে না। হয়তো প্রয়োজনের কারণে দেশে থাকতে পারে না। তাই এই নিয়ে যদি প্রশ্ন তুলি এটা খুব শোভনীয় হবে না। এখন জয় সাহেব যদি সেখানে তার কর্মক্ষেত্রে বড় সময়টুকু কাটান তাহলে সেখানে আপত্তি করারতো কিছু নেই। তারপর শেখ রেহেনার মেয়ে তিনি ব্রিটিশ পার্লামেন্টের একজন সদস্য, সে ওখানে থাকবে ওটা নিয়ে কিন্তু কোনো প্রশ্ন উঠছে না । তাদের প্রশ্ন হচ্ছে তারেক কেন ওখানে আছে।

সূত্র: চ্যানেল আই

  • সর্বশেষ
  • জনপ্রিয়